

ফেনীর সোনাগাজীর মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে `দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ সাধারণ শিক্ষার্থী সংসদ’ এর মানববন্ধন প্রতিবাদ কর্মসূচি পালন করেছে।
আজ সোমবার (১৫ এপ্রিল) দুপুরে কলেজের প্রধান ফটকের সামনে ব্যানার হাতে দাঁড়িয়ে থেকে দোষীদের সুষ্ঠু, নিরপেক্ষ ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।
এতে দনিয়া কলেজ সাধারণ শিক্ষার্থী সংসদের আহ্বায়ক ইউসুফ পিয়াস বলেন, “নুসরাত হত্যাকান্ড আমাদের জন্য এক ব্ল্যাক ট্রাজেডি। এর সঠিক বিচার আজ সময়ের দাবি। কিন্তু প্রশাসন এ নিয়ে গড়িমসি করছে। যা অত্যন্ত লজ্জাজনক”। তিনি আরো বলেন, এ মেরুদন্ডহীন প্রশাসনের নির্বাসনে যাওয়া উচিত।
উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন কলেজ শিক্ষার্থী ইব্রাহিম খলিল। তিনি তার বক্তব্যে বলেন, নুসরাত হত্যাকান্ডের দোষীদের উপর্যুক্ত বিচার দাবি করেন। এবং বিচারহীনতার সংস্কৃতি থেকে দেশকে বের করে আনার জন্য সরকার ও বিচার বিভাগের নিকট আহ্বান জানান।
তিনি আরো বলেন, সংবিধানের ১১৬ নং অনুচ্ছেদ অনুযায়ী বিচারকেগণ তাদের বিচারকার্য চালনে স্বাধীন। এছাড়া মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, কলেজ শিক্ষার্থী আবুল বাশার, আখেরি ইসলাম, আবির, শফিকুল প্রমুখ।
উক্ত মানববন্ধনে সকলেই তাদের বক্তব্যে অবিলম্বে নুসরাত হত্যাকান্ডে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
উল্লেখ্য, গত ৬ এপ্রিল সোনাগাজীর ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রে আলিম পরীক্ষা দিতে হলে গেলে কৌশলে নুসরাতকে পাশের ভবনের ছাদে ডেকে নেওয়া হয়। মুখোশ পরা চার-পাঁচজন তাকে অধ্যক্ষ সিরাজ উদ দৌলার বিরুদ্ধে যৌন হয়রানির মামলা ও অভিযোগ তুলে নিতে চাপ দেয়। নুসরাত অস্বীকৃতি জানালে তারা তার গায়ে আগুন দিয়ে পালিয়ে যায়। এতে তার শরীরের ৮০ শতাংশ পুড়ে যায়। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজে পাঁচ দিন মৃত্যুর সাথে লড়ে বুধবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৯টার সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নুসরাত।
জিআরএস/পাবলিক ভয়েস