

মাতাল হয়ে বউ পেটাতেন হলিউডের জনপ্রিয় অভিনেতা জনি ডেপ। লিখিত বক্তব্যে ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ তারকার বিরুদ্ধে এমন অভিযোগই করেছেন তার সাবেক স্ত্রী আম্বার হার্ড।
জনির বিরুদ্ধে তিনি ৫০ মিলিয়ন অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ৪৫০ কোটি টাকার মানহানি মামলাও করেছেন কয়েকদিন আগে।
২০১৬ সালের আগস্টে অ্যাম্বার হার্ড ৪৭১ পৃষ্ঠার লিখিত জবানবন্দি আদালতে জমা দেন। তারই অংশবিশেষ সম্প্রতি সংবাদমাধ্যমে প্রকাশিত হয়।
সেখানে অভিনেত্রী আম্বার হার্ড বলেন, ‘বিয়ের মাত্র এক বছরের মাথায় আবিষ্কার করলাম, জনি চরমভাবে মাদকাসক্ত। মাঝেমধ্যে সে এমন সব চেতনানাশক ওষুধ খেত, যেগুলো নিষিদ্ধ ছিল বা কিছু অসুখে ওষুধ হিসেবে চিকিৎসকরা রোগীকে দিতেন।’
২০১১ সালে ‘দ্য রাম ডায়েরি’ ছবিতে অভিনয় করতে গিয়ে একে-অন্যের প্রেমে পড়েন জনি ডেপ ও অ্যাম্বার হার্ড। তিন বছর প্রেম করার পর ২০১৪ সালে চুপিসারে তারা বাগদান সারেন।
আম্বার তার সাবেক স্বামী জনির চেয়ে ২৩ বছরের ছোট। কিন্তু বয়সের তোয়াক্কা না করে ২০১৫ সালে দুজন বিয়ের কাজটাও সেরে ফেলেন। ২০১৭ সালে হয়ে যায় ডিভোর্স।
আইএ/পাবলিক ভয়েস