দায়েশের ২০০ সদস্যকে ইরাকে হস্তান্তর

প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০১৯

সিরিয়ার গণতান্ত্রিক বাহিনী ‘কাসাদ’ ইরাকের কর্তৃপক্ষের নিকট দায়েশের ২০০ জন সদস্যকে হস্তান্তর করেছে।

ইরাকের আনবর প্রদেশের নিরাপত্তা বাহিনীর গোয়েন্দা সূত্র জানিয়েছে, সিরিয়ার গণতান্ত্রিক বাহিনী ‘কাসাদ’ ৮ম এপ্রিল দায়েশ তথা আইএসের ২০০ সন্ত্রাসীকে সিরিয়া ও ইরাকের সীমান্তে ইরাকের আল জাজিরার অপারেশন কমান্ডের নিকট হস্তান্তর করেছে।

এ খবরে আরও বলা হয়েছে, আল জাজিরার অপারেশন কমান্ড গ্রেফতারকৃত এসকল সন্ত্রাসীকে গ্রহণ করে বাগদাদের কারাগারে হস্তান্তর করেন।

আল জাজিরার অপারেশন কমান্ড বলেন, দায়েশের এসকল সদস্য ইরাকের নাগরিক। অপরাধ তদন্ত কমিটি অতি শীঘ্রই ইরাক ও সিরিয়ায় নিরাপত্তা বাহিনী ও নাগরিকদের বিরুদ্ধে এসকল সন্ত্রাসীরা যে অপরাধ করেছে তার তদন্ত শুরু করবে।

আইএ

মন্তব্য করুন