ড. জসিম উদ্দীন নদভীর মৃত্যুতে সারাদেশ থেকে ইসলামী আন্দোলনের শোক প্রকাশ

প্রকাশিত: ১২:১৭ পূর্বাহ্ণ, এপ্রিল ১০, ২০১৯
ড. জসিম উদ্দীন নদভীর মৃত্যুতে সারাদেশ থেকে ইসলামী আন্দোলনের শোক প্রকাশ
  • ড. জসিম উদ্দীন নদভী সৌদি আরবে ওমরাহ পালন করতে গিয়ে ইন্তেকাল করেন
  • আল্লামা সুলতান জওক নদভীর সিদ্ধান্ত মোতাবেক মক্কাতুল মুকাররমায় জান্নাতুল মা’ওয়ায় তাকে দাফন করা হবে।

চট্টগ্রামের বিখ্যাত ইসলামী প্রতিষ্ঠান দারুল মাআরিফের সহকারী পরিচালক ড. জসিম উদ্দীন নদভীর ইন্তেকালে সারাদেশ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও তাদের সহযোগী বিভিন্ন সংগঠন ও শাখা থেকে শোকবার্তা প্রেরণ করা হয়েছে। কিছু শাখা ও সংগঠনের শোকবার্তা এখানে প্রকাশ করা হলো।

ড. জসিম উদ্দিন নদভীর ইন্তেকালে ইশা ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির শোক

ড. জসিম উদ্দীন নদভীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলুল করীম মারুফ ও সেক্রেটারী জেনারেল মুহাম্মাদ মুস্তাকিম বিল্লাহ। ৯ এপ্রিল মঙ্গলবার সকাল ১০টায় এক যৌথ শোকবার্তায় ড.জসিম উদ্দিন নদভীর রূহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন নেতৃদ্বয়।

নেতৃদ্বয় বলেন, ড. জসিম উদ্দিন নদভীর মৃত্যুতে আমরা একজন বিজ্ঞ আলেমকে হারালাম। যিনি একাধারে একজন বিজ্ঞ আলেম, একজন গবেষক, একজন বিজ্ঞ আলোচক, একজন রাজনীতিক এবং একজন সমাজ ও রাষ্ট্রচিন্তক ছিলেন। তাঁর অপূর্ণতা থেকেই যাবে। মহান আল্লাহ তাকে জান্নাতে সুউচ্চ মাকাম দান করুন।

মাওলানা জসীম উদ্দীনের ইন্তেকালে ইশা ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর কমিটির শোক প্রকাশ

জাতীয় উলামা মশায়েখ আইম্মা পরিষদ চট্টগ্রাম মহানগরের সভাপতি ও জামিয়া দারুল মা’রিফ আল ইসলামিয়ার সহকারী পরিচালক মাওলানা জসীম উদ্দীন নদভীর ইন্তেকালে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের সভাপতি রিদওয়ানুল হক শামসী ও সাধারণ সম্পাদক মুহাম্মদ মোস্তাফিজুর রহমান গভীর শোক প্রকাশ এবং মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

আল্লামা ড. জসিম উদ্দিন নদভীর স্মরণে কুতুবদিয়া উপজেলায় তার নিজ কার্যালয়ে দোয়া অনুষ্ঠিত

ইসলামী আন্দোলন বাংলাদেশ কুতুবদিয়া উপজেলার ড. জসিম উদ্দীন নদভীর নিজ কার্যালয়ে আজ বাদে মাগরিব আল্লামা ড. জসিম উদ্দিন নদভীর রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়,
উক্ত দোয়া মাহফিলে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুতুবদিয়া উপজেলা সভাপতি মাওলানা ইদ্রিস সহ-সভাপতি মাওলানা আবু হানিফ, সাংগঠনিক সম্পাদক মোঃ আক্কাস সহ ইশা ছাত্র আন্দোলনের উপজেলা দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ মালয়েশিয়া শাখার শোকবার্তা

জাতীয় উলামা মশায়েখ আইম্মা পরিষদ চট্টগ্রাম মহানগরের সভাপতি ও জামিয়া দারুল মা’রিফ আল ইসলামিয়ার সহকারী পরিচালক মাওলানা জসীম উদ্দীন নদভীর ইন্তেকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ মালয়েশিয়া শাখার সভাপতি মূফতি আমিরুল ইসলাম শোক প্রকাশ করেন এবং তার রূহের মাগফিরাত কামনা করেন ৷ এবং কি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ঘ্রাপন করেন৷

প্রসঙ্গত : চট্টগ্রাম জামেয়া দারুল মারিফ আল ইসলামীয়ার সহকারী পরিচালক ও জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের চট্টগ্রাম মহানগর সভাপতি ও বিগত নির্বাচনে মহেশখালী- কুতুবদিয়া সংসদীয় আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা হাতপাখা প্রতীকের পক্ষে প্রতিদ্বন্দ্বীতাকারী, দেশের বরেণ্য শিক্ষাবীদ ড. জসিম উদ্দিন নদভী গতরাত বাংলাদেশ সময় ১.৩০টায় সৌদি আরবে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহী রজিউন।

তাঁর পরিবার সূত্রে জানা যায় তিনি গত ৫ এপ্রিল’১৯ তারিখ স্বপরিবারে পবিত্র উমরাহ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করে সৌদিআরব যান। গতকাল ৮এপ্রিল ২০১৯ ইং দিবাগত রাতে ড. জসিম উদ্দিন নদভী অসুস্থ হলে তাকে কিং ফয়সাল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তিনি সেখানে চিকিৎসারত অবস্থায় ইন্তেকাল করেন।

জানা গেছে ড. জসিম উদ্দিন নদভীর শশুর ও জামেয়া দারুল মা’আরিফ-এর মহাপরিচালক আল্লাম সুলতান যওক নদভীর সিদ্ধান্ত মোতাবেক তাকে মক্কাতুল মুকাররমার জান্নাতুল মা’ওয়ায় দাফন করা হবে।

ড. জসিম উদ্দীন নদভীর ইন্তেকালে পীর সাহেব চরমোনাইয়ের শোক

জসিম নদভীর জন্য শায়খে চরমোনাইর দোয়া ও শোক প্রকাশ

মন্তব্য করুন