কংগ্রেসের ভুল না হলে পাকিস্তান সৃষ্টি হতো না

প্রকাশিত: ৬:১১ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০১৯
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, এটা নতুন ভারত, শত্রুর ঘরে ঢুকে শত্রুকে মেরে আসে এই ভারত।

মঙ্গলবার মহারাষ্ট্রের লাতুরে অনুষ্ঠিত ওই জনসভায় ভাষণ দিতে গিয়ে মোদি আরও বলেন,  কংগ্রেসের ভুলের কারণেই পাকিস্তানের সৃষ্টি হয়েছে। স্বাধীনতার আগে কংগ্রেস যদি বুদ্ধি দিয়ে কাজ করতো তাহলে আজ পাকিস্তানের মতো দেশ তৈরিই হত না।

এমনকি কংগ্রেসের ম্যানিফেস্টো সম্পর্কে তিনি বলেন, পাকিস্তানের ভাষাতেই কথা বলছে কংগ্রেসের ইস্তেহার। জম্মু-কাশ্মীরের জন্য যারা পৃথক প্রধানমন্ত্রী চায় তাদের তালে তাল মেলাচ্ছে কংগ্রেস এবং এনসিপি জোট।

তাই নতুন ভোটারদের উদ্দেশ্যে মোদি জানান, তরুণ ভোটাররা তাদের প্রথম ভোটটি বালাকোটে এয়ারস্ট্রাইক করতে যারা সফল হয়েছেন তাদেরকে দিবে বলে আমি বিশ্বাস করি।ভারত আরেকটা ভেনেজুয়েলা তৈরি হোক চাই না বলেও জানান তিনি।

আইএ

মন্তব্য করুন