

আজহারী বলেন, আমার এ শব্দ ব্যবহার করার কারণে কেউ মনোক্ষুন্ন হয়ে থাকলে তাদের কাছে অফিসিয়ালি দু:খ প্রকাশ করছি
সাম্প্রতিক সময় সিক্স প্যাক আলেমদের মধ্যে একটা বির্তকের সৃষ্টি হয়েছে। আর সিক্স প্যাক শব্দটি বলে সমালোচনার মুখে পরেন বক্তা মিজানুর রহমান আজহারী। তবে মিজানুর রহমান আজহারী তার ফেসবুক পেইজে এক ভিডিও বার্তায় এ বিষয়ে কথা বলবেন বলে জানিয়েছেন।
তিনি তার ফেসবুক পেইজে লিখেছেন, “ইনশাআল্লাহ, অচিরেই সিক্স প্যাক বিতর্ক ও উম্মি নবী প্রসংগে আমার ক্লারিফিকেইশন আপনাদের সাথে শেয়ার করব। পূর্ণ ভিডিওটি ৭ এপ্রিল রোজ রবিবার বাংলাদেশ সময় রাত ১০ টায় রিলিজ করা হবে। অনুগ্রহ করে স্ট্যাটাসটি সবাই শেয়ার করুন।”
রবিবার ( ৭ এপ্রিল) এক ভিডিও বার্তায় এ বিষয়ে বিস্তারিত কথা বলেছেন।
ভিডিও বার্তায় তিনি বলেন, আমি আল্লাহর নবীর শানকে খাটো করার জন্য ‘সিক্স প্যাক’ শব্দটি ব্যবহার করিনি। বরং, আমার আলোচনায় তরুণদের অংশগ্রহণ বেশি হয় এবং তাদের আল্লাহর রাসুলের ফিটনেস সম্পর্কে অবগত করতেই সিক্স প্যাক শব্দটি ব্যবহার করি।
আজহারী বলেন, আমার এ শব্দ ব্যবহার করার কারণে কেউ মনোক্ষুন্ন হয়ে থাকলে তাদের কাছে অফিসিয়ালি দু:খ প্রকাশ করছি।
তিনি বলেন, এটা মূলত যুবকদেরকে বুঝানোর জন্য, তাদেরকে বলেছিলাম তোমরা জিমে যাবা। তোমরা সবসময় ফিট থাকবা। কারণ শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চাইতে আল্লাহ কাছে বেশি প্রিয়। তারা যেন ফিট থাকে, খাবারে সচেতন হয়। এজনই এই শব্দটি ব্যবহার করা হয়।