

রবিবার পাকিস্তান সতর্ক করেছে যে তাদের বিরুদ্ধে নতুন করে হামলা চালানোর পরিকল্পনা করছে ভারত।
নতুন দিল্লী যাতে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বিপন্ন না করে তা নিশ্চিত করার জন্য পাকিস্তান আন্তর্জাতিক মহলের প্রতি জরুরী কূটনৈতিক হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে।
ভয়েস অফ আমেরিকার এক সংবাদে বলা হয়েছে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি বলেছেন, ‘আমাদের কাছে নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য আছে যে ভারত চলতি মাসেই আবার নতুন করে পাকিস্তানের বিরুদ্ধে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে। এ হামলা হতে পারে ১৬ থেকে ২০ এপ্রিলের মধ্যে।’
পররাষ্ট্রমন্ত্রী কুরেশি, মুলতানে সাংবাদিকদের বলেন, তাদের কাছে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য আছে এবং সে তথ্যানুযায়ী, পাকিস্তান তাদের উদ্বেগের কথা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ৫ স্থায়ী সদস্যকে জানিয়েছে।
আইএ