পাকিস্তানের আকাশপথে চলাচল করছে ভারতীয় বিমান

প্রকাশিত: ১২:১৭ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০১৯

ভারত থেকে পশ্চিমা বিভিন্ন দেশে চলাচলকারী বিভিন্ন ফ্লাইটের জন্য নিজেদের আকাশসীমা আংশিক খুলে দিয়েছে পাকিস্তান।

ভারতের একজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা বলেছেন, এয়ার ইন্ডিয়া ও টার্কিশ এয়ারলাইন্সের মতো বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইট এখন পাকিস্তানের ওপর দিয়ে যেতে পারছে।

কর্মকর্তা জানান, পাকিস্তান ধীরে ধীরে তাদের আকাশসীমা খুলে দিচ্ছে। ভারত থেকে পশ্চিমা বিভিন্ন দেশে চলাচলকারী ১১টি রুটের মধ্যে একটি বৃহস্পতিবার উন্মুক্ত করেছে পাকিস্তান এ কারণে এয়ার ইন্ডিয়া ও টার্কিশ এয়ারলাইন্সের মতো বিভিন্ন এয়ারলাইন্স ওই রুট ব্যবহার করতে পারছে।

কর্মকর্তা আরও জানান, পাকিস্তান তাদের এই আকাশসীমা খুলে দেয়ার কারণে দিল্লি থেকে পশ্চিমা দেশে যাওয়ার জন্য ফ্লাইটগুলোর সময় উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

এদিকে বৃহস্পতিবার পাকিস্তান পি৫১৮ রুট উন্মুক্ত করে দিলেও মার্কিন বিমান সংস্থা ইউনাইটেড এয়ারলাইন্স শুক্রবার ঘোষণা দিয়েছে যে, পরবর্তী দুই সপ্তাহ নিউইয়র্ক এয়ারপোর্ট ও দিল্লি এয়ারপোর্টের মধ্যে তারা কোনও ফ্লাইট পরিচালনা করবে না।

গত ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের বালাকোটে একটি সন্ত্রাসী ক্যাম্পে ভারতীয় বিমান বাহিনী বোমা হামলা চালানোর পর নিজেদের আকাশসীমা পুরোপুরি বন্ধ করে দিয়েছিল পাকিস্তান।

তবে এক মাস পর গত ২৭ মার্চ ব্যাংকক, নয়া দিল্লি ও কুয়ালালামপুর ছাড়া বাকি সব রুটের ফ্লাইটের জন্য আকাশসীমা খুলে দেয় ইসলামাবাদ।

আইএ

মন্তব্য করুন