পাকিস্তান জুড়ে বিতর্ক সৃষ্টি করেছে যে পোস্টার

প্রকাশিত: ৯:০২ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০১৯

নারী দিবসের একদিন আগে করাচীর একটি বিশ্ববিদ্যালয়ে ২২ বছর বয়সী রুমিসা লাখানি এবং রাশিদা সাব্বির হোসেন দুটি পোস্টার তৈরির একটি সেশনে অংশ নিয়েছিলেন।

তারা এমন একটি পোস্টার বানাতে চেয়েছিলেন যাতে সবার দৃষ্টি পড়ে। এজন্যে নানা আইডিয়া নিয়ে তারা চিন্তাভাবনা করতে শুরু করেন।

সেসময় তাদের পাশের একজন বান্ধবী দুটো পা দু’পাশে ছড়িয়ে বসেছিলো। এটা দেখেই তারা একটি পোস্টার বানানোর আইডিয়া পেয়ে যান।

কিন্তু রুমিসা যে প্ল্যাকার্ডটি তৈরি করেছেন তাতে দেখা যাচ্ছে সানগ্লাস চোখে দেওয়া এক নারী নিঃসঙ্কোচে পা ছড়িয়ে বসে আছেন।

নারীদের ওই সমাবেশে আরো অনেকেই নানা ধরনের প্ল্যাকার্ড নিয়ে এসেছিলেন। কিন্তু দেশটিতে রুমিসা ও রাশিদার তৈরি পোস্টারটি ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে।

ওদের তৈরি প্ল্যাকার্ডের ছবিটি ইন্টারনেটে পোস্ট করা হলে সোশাল মিডিয়াতে সেটি ছড়িয়ে পড়তে শুরু করে। এনিয়ে প্রচুর আলোচনা শুরু হয়ে যায়।

একজন ফেসবুকে লিখেছেন, ‘আমি আমার মেয়ের জন্যে এধরনের সমাজ চাই না।

আরেকজন লিখেছেন, ‘আমিও একজন নারী। কিন্তু এই ছবিটার ব্যাপারে খুব একটা স্বস্তি বোধ করছি না।’

আরেকজন লিখেছেন, ‘এটা নারী দিবস, দুশ্চরিত্রাদের দিবস নয়।’

তাদের একটি প্ল্যাকার্ডে লেখা ছিলো- ‘আমার শরীর, আমার সিদ্ধান্ত।’

আরেকটি প্ল্যাকার্ডে লেখা ছিলো ‘এই আমি ঠিকমতো বসেছি।’

মন্তব্য করুন