আগামী ২১ এপ্রিল পবিত্র শবে বরাত

প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০১৯

বাংলাদেশের আকাশে শাবান মাসের চাঁদ দেখা যায়নি। তাই রজব মাস ৩০ দিনে পূর্ণ হবে এবং আগামী সোমবার (৮ এপ্রিল) থেকে শাবান মাস শুরু হবে।

এই হিসাবানুযায়ী, আগামী ২১ এপ্রিল (১৪ শাবান) দিবাগত রাতে পবিত্র শবেবরাত পালিত হবে।

শনিবার (৬ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররম মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ধর্ম মন্ত্রণালয় ও জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এই সিদ্ধান্ত জানানো হয়।

কমিটির সভাপতি অ্যাডভোকেট শেখ মো. আবদুল্লাহর সভাপতিত্বে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য যে, মুসলমানদের কাছে বছরের যে কয়েকটি রাত মর্যাদাপূর্ণ এর একটি শবে বরাত। মধ্যশাবানের এই রাতকে হাদিসের পরিভাষায় ‘নিসফে শাবান’ বলা হয়। আলেমরা জানান, শক্তিশালী হাদিসে এই রাত সম্পর্কে তেমন কিছু পাওয়া না গেলেও দুর্বল হাদিস সূত্রে এই রাতের ফজিলতের কথা জানা যায়।

মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে শবে বরাত ততটা গুরুত্বের সঙ্গে পালিত না হলেও ভারত উপমহাদেশে রাতটি বেশ গুরুত্বের সঙ্গে পালিত হয়। এই রাতে ধর্মপ্রাণ মুসলমানেরা ইবাদত-বন্দেগিতে নিমগ্ন থাকেন। এ উপলক্ষে সরকারি ছুটি থাকে।

মন্তব্য করুন