

খুঁজে পাওয়া গেলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের একটি মার্কিন বিমানের ধ্বংসাবশেষ৷ গত ৩০ মার্চ ভারতীয় সেনার ১২ সদস্যের একটি দল এটি খুঁজে পান ৷ বৃহস্পতিবার (৪ এপ্রিল) এই বিষয়ে জানিয়েছেন ভারতীয় সেনারা৷
এক সেনার ট্যুইট বার্তা থেকে জানা গেছে, ৩০ মার্চ ভারতীয় ১২ সেনা সদস্যের একটি দল অরুণাচল প্রদেশের রোইং এলাকায় মার্কিন বায়ুসেনাবাহিনীর দ্বিতীয় বিশ্বয়যুদ্ধের সময়ের একটি বিমানের ধ্বংসাবশেষ আবিষ্কার করে৷
প্রায় ৫ ফুট বরফের নিচে ঢাকা পড়ে গিয়েছিল এই ধ্বংসাবশেষ৷
উল্লেখ্য, ১৯৩৯-১৯৪৫-এ দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়৷ জাপানের আত্মসমর্পণের মধ্যে দিয়ে এই যুদ্ধ থামে৷ সূত্র: কলকাতা নিউজ।
আইএ