ভোলায় ৩৯ নারীর মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০১৯

ভোলা প্রতিনিধি: ভোলা ৩৯ নারীর মাঝে ব্যবহৃত বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। আজ বুধবার গ্রামীন জন উন্নয়ন সংস্থার পক্ষ থেকে অতিদরিদ্র নারী ও কিশোর-কিশোরীদের মধ্যে বিনামূল্যে এ উপকরণ বিতরণ করা হয়।

পল্লীকর্ম-সহায়ক ফাউন্ডেশনের ইউপিপি উজ্জীবিত প্রকল্পের আওতায় ৪টি কিশোরী ক্লাব, সেলাই প্রশিক্ষন প্রাপ্ত ২৫জন সফল নারী ও ইলেকট্রিক হাউজ ওয়ারিং প্রশিক্ষন প্রাপ্ত ১০জনসহ ৩৯জনের মাঝে বিভিন্ন উপকরন বিতরন করেন অতিথিরা।

অনুষ্ঠানে গ্রামীন জন উন্নয়ন সংস্থার পরিচালক (কর্মসুচি) হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রামীন জন উন্নয়ন সংস্থার অতিরিক্ত পরিচালক মো. মোস্তফা কামাল, সহকারী পরিচালক আহসান উল্লাহ ও ট্যাকনিক্যাল অফিসার আনিসুর রহমান টিপু প্রমুখ।

উপকরণের মধ্যে রয়েছে, স্টিলের আলমিরা, বই, কেরামবোর্ড, বিভিন্ন ডিজাইনের কাপর ও ইলেকট্রিক টুলস ইত্যাদি।

এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু বলেন, শেখ হাসিনার সরকার নারী বান্ধব সরকার। নারীদের আর্থসামাজীক উন্নয়নের কোন বিকল্প নেই। দেশের উন্নয়নে নারীদেরকে আরো এগিয়ে আসতে হবে, তবেই দেশের উন্নয়নের গতি আরো বেড়ে যাবে।

মন্তব্য করুন