

তানভীর ইসলাম, রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদিয়া ইসলাম দীর্ঘদিন ধরে দুরারোগ্য রোগে আক্রান্ত। তার চিকিৎসার ব্যয়ভার বহনের জন্য আর্থিক সাহায্যের প্রয়োজন। বর্তমানে সাদিয়া বগুড়ার শহীদ জিয়া মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।
সাদিয়া ইসলাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী।২০১৪ সাল থেকে সে ফুসফুসের রোগে আক্রান্ত। এর মধ্যেই ক্রমান্বয়ে তার এই সমস্যা আরো প্রকট হতে থাকে।তার ২টি ফুসফুসের একটি সম্পূর্ণ এবং অপরটির ৩০ শতাংশ নষ্ট হয়ে গেছে।
প্রাইমারি স্কুলের শিক্ষক বাবা এরই মধ্যে নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করে যাচ্ছেন মেয়েকে সুস্থ করে তুলতে।চিকিৎসার ব্যয়ভার বহন করতে গিয়ে তিনি জমিজামা সব বিক্রি করে সর্বশান্ত হয়েছেন।
সাদিয়ার সহপাঠী নওরীন বলেন, সাদিয়া প্রায়ই অসুস্থ থাকত।ক্লাসে এসি চালালেই ওর শ্বাসকষ্ট হত । ৪ তলায় উঠতেও ওর বেশ অসুবিধা হত ওর। তবুও অনেক হাসিখুশি মেয়ে সাদিয়া।
আমরা চাই ও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। আবারও আমাদের সাথে ক্লাস করুক। এজন্য আমরা সাধ্যমতো সাহায্য করছি ।
চিকিৎসার জন্য এখনও প্রায় ১০ লাখ টাকার প্রয়োজন।সাদিয়ার পরিবারের আর সাধ্য নেই এতোগুলো টাকা জোগাড় করবার।
ব্যাংক লোনের ভারে ক্লান্ত সাদিয়া ইসলামের বাবা ও তার সহপাঠীরা সাদিয়াকে বাঁচাতে সাহায্যের আবেদন জানিয়েছেন।
সাদিয়া ইসলামের সাহায্যের জন্য আপনিও এগিয়ে আসুন।
সাহায্য পাঠানোর ঠিকানা-
অগ্রণী ব্যাংক লিমিটেড,হিসাব নং : মো. সাইফুল ইসলাম, ০২০০০০৫১৪৩০৫৩
বিকাশ নং : ০১৭৫৩৩৭৩৭২৩ (ব্যক্তিগত)
ডিবিবিএল (রকেট) : ০১৬১৮৬২২৫০৭
আইএ/ পাবলিক ভয়েস