মোদিকে ভোট না দিতে ১০০ বলিউড পরিচালকের আহ্বান

প্রকাশিত: ২:০৪ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০১৯

এবার ক্ষমতাসীন বিজেপিকে ভোট না দেওয়া জন্য সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছেন বলিউডের অন্তত ১০০ পরিচালক। তাদের স্লোগান- ‘দেশ বাঁচাও, গণতন্ত্র বাঁচাও’।

জনগণের কাছে তাদের আবেদন, এবারের নির্বাচনে তারা যেন এমন একটি সরকার নির্বাচন করে, যারা দেশের সংবিধানকে শ্রদ্ধা করবে। সব রকম সেন্সরশিপ থেকে যেন অব্যাহতি পাওয়া যায় এবং বাকস্বাধীনতাও যাতে লঙ্ঘন না হয়।

দেশের জন্য এই নির্বাচন অত্যন্ত জরুরি। তাই প্রত্যেকের কাছে তাদের আবেদন, ভোট যেন তারা দেন বুঝেশুনে দেন।

আহ্বান জানানো এ পরিচালকদের তালিকায় রয়েছেন তামিল পরিচালক আসিক আবু, সানাল শশীধরন, রঞ্জিত, ভেত্রিমারন, বিশাল ভরদ্বাজ, লীনা মণিমেখলাই, বীণা পাল ও মধুপালের মতো খ্যাতনামা চলচ্চিত্র ব্যক্তিত্ব।

মোদির বিজেপি সরকারের বিতর্কিত নানা কর্মকাণ্ড তুলে ধরতে ফেসবুকে ‘আর্টিস্ট ইউনিট ইন্ডিয়া’ নামে পেজ খুলেছে গোষ্ঠীটি। তারা জানিয়েছেন, ‘ফিল্ম ফ্র্যাটারনিটি ফর ডেমোক্রেসি’ নামে হোয়াটসঅ্যাপ গ্রুপে তারা আলোচনা করে তবেই এ সিদ্ধান্তে এসেছেন।

তারা বলছেন, গণপিটুনি, দলিত ও মুসলিমদের অধিকার খর্ব করা, সেনার প্রতি ‘আদিখ্যেতা’ এই সবই করছে এই সরকার। এর থেকে উদ্ধার পাওয়ার এটাই শেষ সুযোগ।

এই সরকারের রাজত্বকালে বহু সাংবাদিক প্রাণ হারিয়েছেন। কারণ তারা সত্য উদ্ঘাটনের সাহস দেখিয়েছিলেন। এছাড়া এই সরকারের আমলে অর্থনীতিও মুখ থুবড়ে পড়েছে। শুধু কয়েকজন ব্যবসায়ীর পকেট ভারি হয়েছে মাত্র। দেশের কোনো উপকার হয়নি।

পরিচালক নাসিরুদ্দিন শাহ বিজেপির নিন্দা জানিয়ে বলেন, এরা নিজেদের হাতে আইন তুলে নিয়েছে। ইতিমধ্যেই দেশ দেখেছে এক পুলিশ অফিসারের থেকে গোহত্যা এদের কাছে বেশি প্রাধান্য পায়। অথচ বলিউডের কেউ সর্বসমক্ষে এ কথা বলতে এগিয়ে আসেননি।

আরেক পরিচালক বলেন আগেও যে কথা কাটাকাটি, লড়াই হতো না তা নয়। কিন্তু সেসব হতো আদর্শভিত্তিক। আর এখন ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়।
কর্ণি সেনা বনশালিকে যেভাবে আক্রমণ করেছিল, সেই কথা তুলে ধরেন ওই পরিচালক।

এ প্রসঙ্গে শশীধরন বলেন, ২০১৪ সালে লোকসভা নির্বাচনের আগে বিজেপিকে ভোট না দেয়ার পক্ষে আওয়াজ তুলেছিলেন অনেক বলিউড সেলিব্রিটিই । তবে সোশ্যাল মিডিয়ায় অনেকে বিজেপিকে ভোট না দেয়ার কথা বলছেন বলে দাবি তিনি।

তিনি আরও বলেন, ‘চুপ করে থাকার সময় পেরিয়ে গিয়েছে। এবার মুখ খোলার সময় এসেছে।’ সূত্র: হিন্দুস্তান টাইমস।

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন