

পাবলিক ভয়েস: নেত্রকোনার কেন্দুয়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে স্বপন মিয়া (৪৫) নামের কৃষক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন দুই জন।
আজ রোববার বিকেলে কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ী ইউনিয়নের চর আমতলা গ্রামে এই ঘটনাটি ঘটেছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার চর আমতলা গ্রামের কৃষক স্বপন মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে একই গ্রামের মৃত আলেক বাদশার ছেলে জহিরুল ইসলামের (২৫) বিরোধ চলে আসছিল। এ নিয়ে আজ রোববার দুপুরে স্বপন ও জহিরুলের মধ্যে ঝগড়া শুরু হলে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে স্বপন মিয়া, তার সমর্থক জিল্লু মিয়া এবং প্রতিপক্ষ জহিরুল ইসলাম গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক স্বপন মিয়াকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় গুরুতর আহত জিল্লু মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ দিকে স্বপন মিয়ার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে গ্রেপ্তার আতংকে জহিরুল ইসলাম হাসপাতাল থেকে পালিয়ে যান। প্রতিপক্ষের হামলার আশংকায় স্বপন মিয়ার পরিবার ও তার লোকজন বাড়িঘর ছেড়ে অন্যত্র পালিয়ে যায়। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ব্যাপারে কেন্দুয়া থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন পরিস্থিতি বর্তমানে শান্ত।