সুনামগঞ্জে আগাম বণ্যার পূর্বাভাস, কৃষকদের দ্রুত ধান কাটার নির্দেশ

প্রকাশিত: ৯:০৮ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২০
সুনামগঞ্জ জেলা। ছবি : পাবলিক ভয়েস।

মিলাদ হোসেন শুভ : চলতি বোরো মৌসুমে এখন থোকায় থোকায় ধান বাতাসে দোল খাচ্ছে হাওড়ের কৃষকদের জমিতে। গত কয়েক বছরের তুলনায় ভালো ফলন হয়েছে। এমন ধানের ফলনে করোনার প্রাদুর্ভাবের মধ্যেও কৃষকের চোখে যখন সুন্দর দিনের স্বপ্ন তখন কাটা শুরু হতে না হতেই অশনি সংকেত দিলো আবহাওয়া বিভাগ।

পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসনের পক্ষ থেকে আগাম বণ্যার পূর্বাভাস জানিয়ে জারি করা হয়েছে প্রতিটি উপজেলায় গণবিজ্ঞপ্তি।

যেখানে বলা হয়েছে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী দুই সপ্তাহে সুনামগঞ্জে টানা বৃষ্টিপাতসহ আগাম বন্যার আশংকা রয়েছে ও   হাওড়ে ভারি বৃষ্টিপাতসহ ভারতের উজানে ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে, এতে পাহাড়ি ঢলে বন্যা কবলিত হতে পারে সুনামগঞ্জের অধিকাংশ হাওড়। তলিয়ে যেতে পারে বোরো ফসল। তাই আগামী ২৬ তারিখের মধ্যে যে কোন মূল্যে হাওরের ধান কাটার জন্য অনুরোধ করা হচ্ছে কেননা আগাম বন্যা হওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে।

এদিকে পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসন বলছে, ঝুঁকি মোকাবেলায় প্রস্তুতিও রাখা হয়েছে তাদের পক্ষ থেকে।

সুনামগঞ্জে আগাম বণ্যার পূর্বাভাসকে সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকতা মো গোলাম কবির উপজেলার প্রতিটি  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা কৃষি অফিসার এবং উপ সহকারী কৃষি কর্মকর্তাদের নিয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (২০এপ্রিল) সুনামগঞ্জ ছাতক উপজেলা পরিষদ চত্ত্বরে মহামারি করোনাভাইরাস জনিত কারনে দুরত্ব বজায় রেখে উক্ত সভায়  ছাতক উপজেলায় হাওর গুলোতে দ্রুত ধান কাটার  জন্য  সকলের সার্বিক সহযোগীতা কামনা করেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম কবির ।

এদিকে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম কবির  বলেন, আমরা সকল ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছি যাতে করে করোনার প্রাদুর্ভাবের মধ্যেও কৃষকরা ধান কেটে ঘরে তুলতে পারবে পাশাপাশি তাদেরকে সচেতনতা বৃদ্ধিতে কাজ করা হচ্ছে।

আরআর/পাবলিক ভয়েস

মন্তব্য করুন