হামলায় আহত ড্রাইভারকে দেখতে গেলেন তাকি উসমানী

প্রকাশিত: ৩:৫৮ পূর্বাহ্ণ, মার্চ ২৮, ২০১৯

পাকিস্তানের ইসলামী স্কলার, সারাবিশ্বে জনপ্রিয় ব্যক্তিত্ব আল্লামা তাকি উসমানীকে লক্ষ করে গত ২২ মার্চ শুক্রবার করাচিতে তার গাড়ি বহরে ভয়াবহ সন্ত্রাসী হামলা করা হয়েছিল। হামলায় অলৌকিকভাবে আল্লামা তাকি উসমানী বেঁচে গেলেও নিহত হয়েছেন তার সঙ্গে থাকা একজন পুলিশ দেহরক্ষী এবং একজন ড্রাইভার। আহত হয়েছেন তিনি তার স্ত্রী এবং অপর আরও কয়েকজন এর মধ্যে রয়েছে তার ড্রাইভার।

হামলায় ড্রাইভারের এক হাতে গুলি লেগে অকেজো হয়ে পড়েছিল তারপরও তিনি অন্যহাতে সাহসিকতার সাথে গাড়ি চালিয়ে নিচ্ছিলেন।

আহত সেই ড্রাইভারকে তৎক্ষনাত হাসপাতালে ভর্তি করার পাঁচদিন পর তিনি হাসপাতাল থেকে রিলিজ পেয়েছেন।
তার রিলিজের সাথে সাথেই তাকে দেখতে ছুটে গিয়েছেন মুফতী তাকি উসমানী। তার শারিরীক খোঁজ-খবর নেয়াসহ সার্বিক বিষয়ে তিনি কথা বলেছেন তার সাথে।

মন্তব্য করুন