

পাবলিক ভয়েস: কিশোরগঞ্জে পৃথক বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেলে জেলার পাকুন্দিয়া পৌরসভার বরাটিয়া ও ইটনা উপজেলার মৃগা এলাকায় এ বজ্রপাতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বরাটিয়া গ্রামের ফজলুল হকের ছেলে শহীদ মিয়া (৪২), মৃগা গ্রামের মশ্রব আলীর ছেলে মোজাফফর আলী (৬৫) ও রায়টুটি এলাকার মোতালিবের ছেলে রবিউল আউয়াল। আহত হয়েছেন চাঁন মিয়া নামে আরেক কৃষক। এ ছাড়াও দুটি গরু মারা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পাকুন্দিয়া পৌরসভার বরাটিয়া গ্রামের শহীদ মিয়া ও চাঁন মিয়া কৃষি জমিতে কাজ করছিলেন। দুপুর দেড়টার দিকে বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই মারা যান শহীদ মিয়া। গুরুতর আহত চাঁন মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে তাকে কিশোরগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেয়া হয়।
পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক গোলাম মুক্তাদির বিষয়টি নিশ্চিত করেছেন।
অপরদিকে বিকেলে হাওর থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান ইটনা উপজেলার মৃগা গ্রামের কৃষক মোজাফফর আলী। এ সময় তার দু’টি গরুও মারা যায়। একই সময় উপজেলার রায়টুটি এলাকায় মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় কৃষক রবিউল আউয়ালের।
ইটনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুর্শেদ জামান বিষয়টি নিশ্চিত করেছেন।