গোলান মালভূমি নিয়ে ট্রাম্প অন্যায়ের সব সিমা পার করেছে: মাহমুদ আব্বাস

প্রকাশিত: ৭:০৫ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০১৯

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন জেরুজালেম বা আরব অঞ্চলের সার্বভৌমত্বকে প্রভাবিত করে এমন যে কোন সিদ্ধান্ত বৈধ নয়। এমন কোন সিদ্ধান্ত মেনে নেয়া হবে না। ফিলিস্তিন কর্তৃপক্ষ আমেরিকান সকল প্রস্তাব দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে এবং এর তীব্র নিন্দা জানায়। জেরুজালেম এবং গোলান বিষয়ে মার্কিন কর্তৃপক্ষ আন্তর্জাতিক ও কুটনৈতিক সব রীতিনীতি লংঘন করে অন্যায়ের সব সিমা করেছে বলে মন্তব্য করেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক গোলান মালভূমি ইসরাইলের সার্বভৌমত্ব হিসেবে স্বীকৃতি দেয়ায় প্রেক্ষিতে এ মন্তব্য করেন তিনি।

গোলান মালভূমি ইসরাইলের সার্বভৌমত্ব হিসেবে স্বীকৃতি দিয়ে সোমবার ঘোষণাপত্রে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উপস্থিতিতে তিনি এ ঘোষণাপত্রে স্বাক্ষর করেন।

১৯৬৭ সালের আরব-ইসরাইল যুদ্ধের সময় ইসরাইল এই জায়গাটি সিরিয়ার কাছ থেকে দখল করে নিয়েছিল। কিন্তু গত বৃহস্পতিবার ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্র জেনেছে গোলান ইসরাইলের সার্বভৌম। আর এ কারণেই গোলান মালভূমিতে ইসরাইলের সার্বভৌমত্বের স্বীকৃতি দেয়া উচিত যুক্তরাষ্ট্রের। টুইটারে ট্রাম্প বলেন, ৫২ বছর পর গোলান মালভূমিতে ইসরাইলের সার্বভৌমত্বে স্বীকৃতি দেয়ার সময় এটিই।মালভূমিতে বর্তমানে ২০ হাজার অবৈধ দখলদার বসবাস করছেন। কাজেই এই দখলদারিত্ব কখনই আন্তর্জাতিক সম্প্রদায় স্বীকৃতি দিতে পারে না।

এদিকে ট্রাম্পের এমন ঘোষণায় বিশ্বজুড়ে সমালোচনা ও নিন্দা জানানো হয়েছে। এর মধ্যে জাতিসংঘ মানবাধিকার কমিশন, ইউরোপীয় ইউনিয়ন, তুরস্ক, ফ্রান্সসহ অনেক দেশ রয়েছে।

অন্যায়ভাবে গোলান মালভূমিতে ইসরাইলের দখলদারিত্ব দিল ট্রাম্প

সিরিয়া গোলান মালভূমির এক বিঘৎ জমিও ছাড় দেবে না

গোলান মালভূমি থেকে ইসরাইলকে সরে যেতে হবে : কাতার

মন্তব্য করুন