
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, সরকার দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছে। জনগনের ভোটাধিকার কেড়ে নিয়েছে। জনগন আওয়ামী লীগকে তাই আর কখনওই বিশ্বাস করবে না।
আজ ২৫ শে মার্চ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর এ কথা বলেন।
তিনি বলেন, সরকার নির্বাচনী মাঠে এককভাবে গোল দিয়ে বাহবা নিচ্ছে। উপজেলা নির্বাচনগুলোতে কোন ভোটার নেই। মিডিয়াগুলোতে শিরোনাম হচ্ছে ‘ভোটে খরা চলছে’। এগুলো কিসের আলামত। জনগণকে কোনভাবেই সরকার ভোটকেন্দ্রে নিতে পারছে না। ভোটে মানুষের অনাগ্রহ, বা ভোটে না যাওয়া আওয়ামী লীগের এক বড় অর্জন? প্রশ্ন রাখেন তিনি।
সৈয়দ রেজাউল করীম বলেন, ৩০ ডিসেম্বর জনগণের অধিকার কেড়ে নেয়া হয়েছে। এদেশের ১৭ কোটি জনগণের নাগরিক অধিকার হরণ করে সাময়িক পার পেলেও তার আখের ভাল নয়। ৩০ ডিসেম্বরের ধারাবাহিকতায় ঢাকা সিটি উত্তর, ডাকসু, উপজেলা আর নির্বাচনে ভোট আছে ভোটার নেই। দেশের মানুষ ভোটকে প্রত্যাখ্যান করেছে।
তিনি বলেন, আওয়ামী লীগের ভোট চুরির কথা এক হাজার বছর বক্তব্য দিয়েও হয়তো জনগণকে বুঝানো যেতো না। কিন্তু ৩০ ডিসেম্বরের একদিনের নির্বাচনেই জনগণ ভোট চোর চিনে ফেলেছে। আওয়ামী লীগকে আর কখনো জনগণ বিশ্বাস করবে না।