মাহাথির মুহাম্মাদকে পাকিস্তানের সর্বোচ্চ পদকে ভূষিত করলেন ইমরান খান

প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০১৯

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মুহাম্মাদ তিনদিনের রাষ্ট্রীয় সফরে ইমরান খানের আমন্ত্রনে পাকিস্তান গিয়েছেন। সেখানে মাহাথির মুহাম্মাদকে পাকিস্তানের বেসামরিক সর্বোচ্চ পদক ‘নিশান-ই-পাকিস্তান’এ ভূষিত করা হয়।

রাষ্ট্রীয় তিনদিনের সফরে মালয়শিয়ার প্রধানমন্ত্রী ২৩ মার্চ ‘পাকিস্তান ডে’ প্যারেডে অংশ নিয়েছেন এবং তিনদিনের সফর শেষে তিনি আজই মালয়েশিয়া ফিরে গেছেন। পাকিস্তানের গণমাধ্যম মাহাথিরের এ সফরকে সফল বলে মন্তব্য করেছে।

পাক প্রধানমন্ত্রী ইমরান খানের আমন্ত্রণে গত বৃহস্পতিবার পাকিস্তান সফরে যান মাহাথির এবং পাকিস্তান ডে প্যারেডে তিনি প্রধান অতিথি ছিলেন। সফরে তার সঙ্গে মালয়েশিয়ার একটি উঁচু পর্যায়ের প্রতিনিধিদল ছিল। বৃহস্পতিবার তিনি ইসলামাবাদ পৌঁছালে সেখানকার নূর খান বিমানঘাঁটিতে প্রধানমন্ত্রী ইমরান খান ও মন্ত্রিপরিষদের সদস্যরা তাকে স্বাগত জানান। সে সময় তার সম্মানে ২১ বার তোপধ্বনি দেয়া হয়।

এ সফরে পাকিস্তানের সঙ্গে মালয়েশিয়ার বেশ কয়েকটি চুক্তি সমঝোতা হয়েছে। এছাড়া, পাকিস্তানে তৈরি জেএফ-১৭ থাণ্ডার যুদ্ধবিমানের খুঁটিনাটি মাহাথির মুহাম্মাদকে দেখানো হয়। আগেই মালয়েশিয়া পাকিস্তানের কাছ থেকে এ বিমান কেনার বিষয়ে চুক্তি করেছে।

মন্তব্য করুন