একজন মুসলমানের অপরাধ সবার ওপর চাপিয়ে দেয় পশ্চিমারা : ইমরান খান

প্রকাশিত: ১২:০৪ পূর্বাহ্ণ, মার্চ ২৩, ২০১৯

পশ্চিমারা একজন মুসলমানের যে কোন অপরাধকে দেড়’শ কোটি মুসলমানের ওপর চাপিয়ে দিয়ে ইসলামফোবিয়া ছড়ায় বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ক্রাইস্টচার্চে দুটি মসজিদে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার নৃশংসতাকে পশ্চিমাদের তৈরি ইসলামফোবিয়ার ফসল বলে উল্লেখ করেছেন তিনি। তিনি বলেন, নির্দিষ্ট টার্গেট নিয়েই এতবছর ইসলামফোবিয়া ছড়ানো হয়েছে। ক্রাইস্টচার্চে নির্মমভাবে বৃদ্ধ, নারী ও শিশুদের হত্যার ঘটনাটি খুনি সরাসরি সম্প্রচারও করেছে। এটা পশ্চিমাদের ছড়ানো ইসলামফোবিয়ার ফসল।

শুক্রবার বিকালে মলয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদের পাকিস্তান সফরে করাচিতে যৌথ প্রেস কনফারেন্সে ইসলামফোবিয়ার ভয়াবহতা উল্লেখ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, পশ্চিমা বিশ্ব ইসলামফোবিয়া ছড়িয়েছে। একজন মুসলমানের অপরাধকে তারা দেড়’শ কোটি মুসলমানের ওপর চাপিয়ে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে থাকে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের প্রশংসা করে বলেন, এ দু’জনই এখন মুসলিম বিশ্বকে সঠিকভাবে নেতৃত্ব দিচ্ছেন।

মাহাথিরের পাকিস্তান সফরকে স্বাগত জানিয়ে ইমরান খান বলেন, ড. মাহাথির মোহাম্মদ ও রিসেপ তাইয়্যিপ এরদোগানকে মুসলিম বিশ্ব তাদের নেতা হিসেবে বিবেচনা করে। মুসলমানদের অধিকার রক্ষায় তাদের দৃঢ় নেতৃত্ব একটি প্রতিষ্ঠিত বিষয়। বড় অনেক মুসলিম দেশ আন্তর্জাতিক পর্যায়ে মুসলিমদের পক্ষে তেমন জোরালো অবস্থান গ্রহণ করে না বলে বিষয়টি দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন ইমরান খান।

মন্তব্য করুন