চারশ নবীন আলেমকে সংবর্ধনা দিল যাত্রাবাড়ী ইশা ছাত্র আন্দোলন

প্রকাশিত: ৯:০৮ অপরাহ্ণ, মার্চ ২২, ২০১৯

কওমি মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস (মাস্টার্স) এবং ইফতা (ফিকহ’র উপর বিশেষ কোর্স) সম্পন্ন করা নবীন আলেমদের প্রায় ৪০০ জনকে সংবর্ধনা দিয়েছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন যাত্রাবাড়ী সাংগঠনিক থানা শাখা।

আজ ২২ মার্চ শুক্রবার যাত্রাবাড়ী কাজলার হামিদ কমিউনিটি সেন্টারে নবীন আলেমদের এ সংবর্ধনা দেয়া হয়।

যাত্রাবাড়ী সাংগঠনিক থানা শাখার সভাপতি মুহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচ এম মালিক মাহমুদের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতি সৈয়দ ফয়জুল করীম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলুল করিম মারুফ।

প্রধান অতিথির বক্তব্যে মুফতি ফয়জুল করীম বলেন আলেমরাই এদেশের সভ্যতা ও সুস্থ সংস্কৃতির ধারক-বাহক। নবীন আলেমরা দেশে ইসলাম প্রতিষ্ঠায় এবং মানুষের মধ্যে দীনের দাওয়াত পৌঁছে দিতে যোগ্য ভূমিকা রাখবে। তিনি নবীন আলেমদের সাধারণ মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেয়ার আহ্বান জানান এবং ইশা ছাত্র আন্দোলনের এই ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করেন।

সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ছিলেন ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলুল করিম মারুফ। বিশেষ বক্তা হিসেবে ছিলেন ইশা ছাত্র আন্দোলন ঢাকা মহানগর পূর্ব সভাপতি মো. মাহদী হাসানসহ কেন্দ্রীয় ও শাখা নেতৃবৃন্দ।

বক্তব্য শেষে কওমী মাদরাসা থেকে দাওরায়ে হাদিস (মাস্টার্স) শেষ করা প্রায় ৩৫০ জন এবং ইফতা শেষ করা ৫০ জনকে বিশেষ ক্রেস্ট ও সংবর্ধনা দেয়া হয়।

মন্তব্য করুন