মসজিদে সন্ত্রাসবাদী হামলার বিষয়ে ওআইসির জরুরী বৈঠক আজ

প্রকাশিত: ৪:১৪ পূর্বাহ্ণ, মার্চ ২২, ২০১৯

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে নামাজরত মুসুল্লিদের উপর ভয়াবহ সন্ত্রাসবাদী হামলায় ৫০ জন মুসলমানের শহীদ হওয়ার মর্মান্তিক ঘটনা নিয়ে মুসলিম দেশগুলো প্রতিনিধিত্বশীল আন্তর্জাতিক সংগঠন ওআইসির জরুরী বৈঠক অনুষ্ঠিত হবে আজ।

ওআইসির চেয়ারম্যান তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তায়িপ এরদোয়ান গত ১৫ মার্চ নিউজিল্যান্ডে সংঘটিত ভয়াবহ সন্ত্রাসী হামলার নিন্দা জানানো এবং সেখানে বসবাসরত মুসলিমদের সাথে একাত্ম ও সংহতি প্রকাশের জন্য এই জরুরি বৈঠক আহবান করেন।

তুরস্কের বাণিজ্যিক রাজধানী ইস্তাম্বুলে অনুষ্ঠিত হতে যাওয়া এই বৈঠকে ওআইসিভুক্ত দেশগুলো ছাড়াও জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ও ইউরোপের নিরাপত্তা এবং সহযোগিতা সংস্থা ওআইসির প্রতিনিধিদের উপস্থিত হতে আমন্ত্রণ জানানো হয়েছে।

বৈঠকে সভাপতিত্ব করবেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুট কাভুসগলু।

এ বৈঠকে আমন্ত্রিত দেশ হিসেবে যোগ দিচ্ছে বাংলাদেশও। বাংলাদেশ থেকে ওআইসির এ জরুরি বৈঠকে যোগ দিচ্ছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। তিনি পাঁচ সদস্য বিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। ভূমি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ মো. আব্দুল্লাহ আল নাহিয়ান জানান, তুরস্কের বাণিজ্যিক রাজধানী ইস্তাম্বুলে ২২ মার্চ (শুক্রবার) জরুরি এই বৈঠক অনুষ্ঠিত হবে। এজন্য বৃহস্পতিবার সকাল ৯ টা ৫৫ মিনিটে বিমান ফ্লাইটে রওনা হয়েছেন তিনি।

বৈঠকে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ৫ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন। তুরস্ক সরকারের অনুরোধে বাংলাদেশের প্রতিনিধি দল পাঠানোর হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সংস্থা উইংয়ের মহাপরিচালক গাউসুল আজম সরকারও মন্ত্রীর সাথে যাচ্ছেন। বৈঠকে যোগ দিতে দেয়া বাকি তিন সদস্য হলেন তুরস্কে বাংলাদেশ নিযুক্ত রাষ্ট্রদূত, কনসাল জেনারেল অব ইস্তাম্বুল এবং রিয়াদস্থ ওআইসি উপ স্থায়ী প্রতিনিধি।

বৈঠকে বিশ্বব্যাপী ক্রমবর্ধমান ইসলামবিদ্বেষ, বর্ণবাদ ও অভিবাসীভীতি নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

মন্তব্য করুন