আগামীকাল জরুরি বৈঠক ডেকেছে জাতীয় ঐক্যফ্রন্ট

প্রকাশিত: ১:৪২ অপরাহ্ণ, মার্চ ২১, ২০১৯

পাবলিক ভয়েস: দেশের চলমান পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী করণীয় ঠিক করতে স্টিয়ারিং কমিটির জরুরি বৈঠক ডেকেছে জাতীয় ঐক্যফ্রন্ট।

আগামীকাল শুক্রবার বিকেল ৪টায় রাজধানীর পল্টনে জামান টাওয়ারে ঐক্যফন্ট কার্যালয়ে এ বৈঠক হবে। ঐক্যফ্রন্টের দফতর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৈঠকে ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন সভাপতিত্ব করবেন।

এর আগে গত ১১ মার্চ জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্যরা বৈঠক করেন। সেদিন বিকেলে ড. কামাল হোসেনের চেম্বারে বৈঠক হয়।

মন্তব্য করুন