
পাবলিক ভয়েস: একটি মানবিক আবেদন আপনার একটু সহযোগিতার মাধ্যমে পারে এতিম ছেলেটিকে তার মায়ের কাছে ফিরিয়ে দিতে।
মোঃ সজীব সরকার, বয়স ২৮ বছর, পিতার নাম মোঃ তৈয়ুব উদ্দিন সরকার। ছেলেটি বুদ্ধি-পতিবন্ধি। সে নিজের নাম ও বাবার নাম এবং নিজ বাসার নাম বলতে পারেন।

বাসা-১০৪, পিয়ার আলি গল্লি, দক্ষিন মান্ডা, মান্ডা, মুগদা, ঢাকা। তার পড়নে ছিল সাদা টি-শার্ট ও শ্যাওলা কালার টাউজার, এবং বার্মিজ সেন্ডেল। তার গায়ের রং ফরসা।
কোন স্বহৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেলে নিচের মোবাইল নাম্বার যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। যোগাযোগ-তৈয়ুব উদ্দিন সরকার 01727-760633
