ওআইসির বৈঠকে এরদোগানের পক্ষ থেকে আমন্ত্রন পেল নিউজিল্যান্ড

প্রকাশিত: ১০:১৫ অপরাহ্ণ, মার্চ ২০, ২০১৯

ক্রাইস্টচার্চে দুটি মসজিদে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলায় নামাজরত ৫০ জন মুসলমান নিহত হওয়ার বিষয়ে ওআইসিভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠকে নিউজিল্যান্ডকে আমন্ত্রণ জানানো হয়েছে। নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী জেনি সালিসা ইস্তাম্বুলে অনুষ্ঠিতব্য এ বৈঠকে অংশ নেবেন। টিআরটি উর্দূ তাদের অনলাইনে এ খবর জানিয়েছে।

নামাজরত অবস্থায় মুসল্লিদের ওপর চালানো স্মরণকালের ইতিহাসের বর্বরোচিত হামলায় বিষয়ে আগামী ২২ মার্চ তুরস্কের ইস্তাম্বুলে ওআইসিভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠক আহ্বান করেছিলেন ওআইসির সভাপতি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান।

ইস্তাম্বুলে ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের জরুরী এ বৈঠকে সম্প্রতি ঘটে যাওয়া নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে আল নূর ও লিনউড মসজিদে হামলার বিষয়টি নিয়ে পর্যালোচনা করা হবে।

বিশেষত অমুসলিম দেশগুলোতে মুসলিমদের নিরাপত্তা ও ক্রমবর্ধমান ‘ইসলামফোবিয়া’ নিয়ে মুসলিম দেশগুলোর করণীয় নির্ধারণে আলোচনা হবে।

ইন্দোনেশিয়া,কাতার, পাকিস্তান, ইরান সহ ওআইসিভুক্ত ২০ টির বেশী দেশের পররাষ্ট্রমন্ত্রী জরুরী এ বৈঠকে অংশগ্রহণের কথা নিশ্চিত করেছেন।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানের উদ্বোধনী ভাষণের মাধ্যমে শুরু হবে ক্রাইস্টচার্চের হামলা বিষয়ে ওআইসিভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠক।

যুগান্তর

মন্তব্য করুন