
কাওছার আহমেদ, পটুয়াখালী: পটুয়াখালী জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা আজ মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য (সংরক্ষিত), ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা ও সমাজ কল্যাণ মন্ত্রণালয় স্থায়ী কমিটির সদস্য, জেলা আওয়ামী মহিলা সভানেত্রী কাজী কানিজ সুলতানা হেলেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হেমায়েত উদ্দিন, সিভিল সার্জন ডাঃ শাহ মোজাহেদুল ইসলাম। জেলা উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। এসময় সরকারি, বে-সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগন, এনজিও প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজ সেবক এবং জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

