
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, ইসলামের মৌলিক শিক্ষা তথা কুরআনের শিক্ষা না থাকায় মানুষ উগ্রবাদে ধাবিত হচ্ছে। যুব সমাজ নেশাগ্রস্ত হয়ে সমাজকে ধ্বংস করছে।
আজ (মঙ্গলবার) রাজধানীর ঐতিহ্যবাহী দীনি বিদ্যাপীঠ রামপুরা জাতীয় মহিলা মাদরাসার খতমে বোখারী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাদরাসার পরিচালক মাওলানা সৈয়দ মমতাজুল করীম মোস্তাকের সভাপতিত্বে মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত খতমে বোখারী অনুষ্ঠানে বোখারী শরীফের শেষ হাদীসের দরস প্রদান করেন শায়খুল হাদীস মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই।
প্রধান অতিথির বক্তব্যে চরমোনাইর পীর সাহেব বলেন, কুরআনের আলো ছড়িয়ে দিয়ে নৈতিকতা বিবর্জিত জাতিকে সৎপথে ফিরিয়ে আনতে হবে। কুরআনি শিক্ষা না থাকায় সমাজে মাদকাসক্ত ঐশীর মতো নৈতিকতাহীন মেয়ে সৃষ্টি হচ্ছে। সন্তানের হাতে বাবা-মাকে খুন হতে হচ্ছে, মায়ের দ্বারা শিশু হত্যার মত ঘটনাও ঘটছে। ৪ বছরের শিশু থেকে ৮০ বছরের বৃদ্ধারা ধর্ষিত হচ্ছে। তাই ৬৮ হাজার গ্রামে কুরআনী মক্তব প্রতিষ্ঠার মাধ্যমে কুরআন থেকে দূরে থাকা জাতিকে কুরআনের পথে ফিরিয়ে আনতে হবে। এজন্য শিক্ষার সকলস্তরের সিলেবাসে কুরআনের শিক্ষা বাধ্যতামূলকভাবে অন্তর্ভূক্ত করতে হবে। কওমী ধারার শিক্ষা ব্যবস্থা সমাজ সংস্কারে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে। যারা কওমী মাদরাসাকে জঙ্গি তকমা দিয়ে ধ্বংস করতে চেয়েছে এরাই ধ্বংস হয়ে যাচ্ছে। কওমী শিক্ষা ব্যবস্থা সগৌরবে টিকে আছে এবং টিকে থাকবে।
এসময় মাদরাসা কমিটির দায়িত্বশীলবৃন্দ, ছাত্রীদের অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।