

১৮ মার্চ অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর বিশ্বনাথ উপজেলার ৭৪টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে দেখা যায়, আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী এসএম নুনু মিয়া পেয়েছেন ৩১ হাজার ৪৬৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি নেতা সুহেল আহমদ চৌধুরী কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ২৪৮ ভোট।
দীর্ঘ সময় পর বিএনপি নেতা নিখোঁজ ইলিয়াস আলীর নিজ বাড়ির রামধানা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে জয় পেয়েছেন নুনু মিয়া। ইলিয়াস আলী রাজনীতিতে আসার পর নৌকা প্রতিকে কেউ এই কেন্দ্রে জয় লাভ করতে পারেননি। সেক্ষেত্রে একমাত্র ব্যতিক্রম নুনু মিয়া। বলতে গেলে রেকর্ড গড়লেন তিনি।
তবে এবারের উপজেলা পরিষদ নির্বাচনে এই কেন্দ্রে নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী এসএম নুনু মিয়া পেয়েছেন ২৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি নেতা সুহেল আহমদ চৌধুরী কাপ-পিরিচ প্রতীকে পেয়েছন ২৫৮ ভোট। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে এ নির্বাচনে প্রার্থী হওয়ায় দল থেকে বহিষ্কার হন সুহেল আহমদ চৌধুরী।
বিশ্বনাথ উপজেলার আটটি ইউনিয়নে ৭৪টি কেন্দ্র রয়েছে। এই উপজেলায় মোট ভোটার ১ লাখ ৫০ হাজার ৬৫৯। সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ। কোথাও কোনো অনিয়ম হয়নি। তবে ভোটার উপস্থিতি ছিল একবারেই কম।
সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হয়েছেন নুনু মিয়া। নৌকা প্রতীকে নুনু মিয়া পেয়েছেন ৩১ হাজার ৪৬৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি নেতা সুহেল আহমদ চৌধুরী কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ২৪৮ ভোট।