

নিউজিল্যান্ডের মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলার প্রতিবাদে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল হয়েছে। শনিবার (১৬ মার্চ) সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে ওই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। গত শুক্রবার নিউজ্যিলান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে ব্রেন্টন টেরেন্ট নামে এক খৃস্টান উগ্রবাদী সন্ত্রাসী এলোপাথাড়ি গুলিবর্ষণ করলে কমপক্ষে ৪৯ জন মুসুল্লি শহীদ হন।
ভয়াবহ ওই হামলার প্রতিবাদে কোলকাতায় বিক্ষোভকারীরা ‘নিউজিল্যান্ডের মসজিদে সন্ত্রাসী হামলার প্রতিবাদে গর্জে উঠুন’, ‘আমরা সন্ত্রাসী হামলার কঠোর নিন্দা জানাই’, ‘মুসলিমরা সন্ত্রাসের শিকার, সন্ত্রাসী নয়’, ইত্যাদি লেখা সম্বলিত পোস্টার বহন করেন। এদিন কোলকাতার ধর্মতলার চৌরঙ্গী মোড়ে বিক্ষোভ প্রদর্শন ও প্রতিবাদ মিছিল হয়।
এ ব্যাপারে সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারশনের সাধারণ সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামান বলেন, ‘গতকাল (শুক্রবার) জুমার নামাজের সময়ে সন্ত্রাসীরা মসজিদে ঢুকে নিরীহ নামাজরত মানুষের উপরে যেভাবে আক্রমণ করেছে তার প্রতিবাদে সংখ্যালঘু যুব ফেডারেশনের পক্ষ থেকে আজ আমারা কোলকাতার রাস্তায় সোচ্চার হয়েছি। আমরা দাবি করেছি যে, নিউজিল্যান্ডের মসজিদে হামলাকারীদের খুঁজে বের করে তাদের কঠোর শাস্তি দিতে হবে। ওই হামলার সঙ্গে আমেরিকা ও ইসরাইলের মদদ আছে বলে আমরা মনে করছি। আমাদের দাবি, উচ্চপর্যায়ের তদন্তের মধ্য দিয়ে যারা হামলাকারীদের পৃষ্ঠপোষক তাদেরকে খুঁজে বের করে বিশ্বের দরবারে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে এবং তাদেরকেও কঠোর শাস্তি দিতে হবে।’
প্রসঙ্গত : গতকাল শুক্রবার (১৬ মার্চ) ক্রাইস্টচার্চের আল নুর মসজিদে স্থানীয় সময় বেলা দেড়টার দিকে মুসল্লিদের ওপর স্বয়ংক্রিয় রাইফেল নিয়ে পরিকল্পিত হামলা চালায় ব্রেনটন। কাছাকাছি লিনউড মসজিদে দ্বিতীয় দফায় হামলা চালানো হয়। আল নুর মসজিদে ৪১ জন ও লিনউড মসজিদে সাতজন শাহাদাত বরণ করেন এবং একজন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আরও প্রায় ৪৮ জন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।