জঙ্গি মারো কষে!

প্রকাশিত: ৯:২৩ পূর্বাহ্ণ, মার্চ ১৭, ২০১৯

জঙ্গি মারো কষে!

মাহদী হাসান রিয়াদ

 

ওমর বেশে ঘুরে দাঁড়িয়ে

  চলরে করি আক্রমণ

উহুদ, বদর, স্মরণ করে

  রাখব বাজি এজীবন।

 

মিম্বর হতে আসুকনা আবার

       জিহাদের’ই ডাক

মুসলিম তোর হিংসা বিদ্বেষ

       এবার দূরে রাখ।

 

মসজিদটা আজ রক্ত সাগর

    বিশ্ব বিবেক লজ্জিত

মুসলিম তুমি থমকে দাঁড়িয়ে

    বিশ্বকে করো জাগ্রত।

 

নিরব হয়ে আর কতকাল

      থাকবে তুমি বসে!

শির উঁচিয়ে সম্মুখে চলো

      জঙ্গি মারো কষে।

মন্তব্য করুন