মোল্লা মোহাম্মদ ওমর : তালেবান যাকে মার্কিন সেনাদের নাকের ডগায় রেখেছিল

প্রকাশিত: ২:৩৫ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০১৯

তালেবান-মার্কিন যুদ্ধে শেষ পর্যন্ত মার্কিন সেনাদের পরাজয় এবং তালেবানদের একের পর এক জয়ের খবরই প্রকাশই হচ্ছে। বিশ্বের বিভিন্ন গণমাধ্যম এবং অনুসন্ধিৎসু সাংবাদিকরা একে একে তালোবানদের বিভিন্ন কার্যক্রম প্রকাশ করে আসছে যাতে দেখা গেছে তালেবানদের কার্যক্রম একে একে তাদের বিশাল জয়ের দিকেই ইঙ্গিত করছে। মূলত তালেবানের সাথে আমেরিকার শান্তি আলোচনা শুরু হওয়ার পর থেকেই তালেবানদের বিষয়ে এমন খবর প্রকাশিত হচ্ছে।

এ ধরণের একটি সংবাদ প্রকাশ করেছে হল্যান্ডের অনুসন্ধানি সাংবাদিক বেট্টে ড্যামের লেখা ‘দ্যা সিক্রেট লাইফ অব মোল্লা ওমর’ বইয়ে। যেখানে তিনি দাবি করেছেন আমেরিকা আফগানিস্তানের তালেবান নেতা মোল্লা ওমরকে ধরিয়ে দেয়ার জন্য পুরস্কার ঘোষণা করলেও তিনি স্বাভাবিক মৃত্যুর আগ পর্যন্ত একটি মার্কিন সামরিক ঘাঁটির কাছেই নিশ্চিন্তে বসবাস করেছেন এবং তালেবানরা তাকে বেশ সতর্কতার সাথেই ওই ঘাঁটির কাছে রেখেছিল।

বইটিতে আরও বলা হয়েছে, মোল্লা ওমর পাকিস্তানে পালিয়ে গেছেন বলে আমেরিকা দাবি করে আসলেও তিনি কখনোই পাকিস্তানে যাননি বরং বীরের মত আফগানিস্তানেই ছিলেন এমনকি মোল্লা ওমর তার নিজ প্রদেশ জাবুলে অবস্থিত একটি বড় মার্কিন সামরিক ঘাঁটি থেকে তিন মাইল দূরে বসবাস করেছেন। বেট্টে ড্যাম তালেবান নেতাদের সাক্ষাৎকার নেয়া ও তাদের ওপর গবেষণার কাজে পাঁচ বছর সময় ব্যয় করে বইটি লিখেছেন।

২০০১ সালে আফগানিস্তানে ইঙ্গো-মার্কিন আগ্রাসনে তালেবান সরকারের কার্যক্রম দৃশ্যত স্থগিত হওয়ার পর আত্মগোপনে চলে যান মোল্লা ওমর। ওই সময় তালেবান নেতার দেহরক্ষীর দায়িত্ব পালনকারী জব্বার ওমরি’র সঙ্গে কথা বলতে সক্ষম হন বেট্টে ড্যাম। ২০১৩ সালে অসুস্থতায় মোল্লা ওমরের স্বাভাবিক মৃত্যুর আগ পর্যন্ত তালেবান এই নেতাকে লুকিয়ে রাখতে সক্ষম হয়েছিলেন ওমরি।

২০০১ সালের ১১ সেপ্টেম্বরের টুইন টাওয়ার হামলার তিন মাসেরও কম সময়ের মধ্যে আফগানিস্তানে আগ্রাসন চালায় আমেরিকা। ওয়াশিংটন মোল্লা ওমরের মাথার দাম ঘোষণা করে এক কোটি ডলার। কিন্তু তা সত্ত্বেও মার্কিন সেনাদের নাকের ডগায় অবস্থিত একটি বাড়িতে ১২ বছর অবস্থান করেন মোল্লা ওমর। বইটিতে বলা হয়েছে, একবার মার্কিন সেনারা ওই বাড়িটিতে একবার তল্লাশিও চালিয়েছিল কিন্তু তারা তালেবান নেতাকে খুঁজে পায়নি তখন।

আত্মগোপনে থাকার এই সময়টিতে মোল্লা ওমরের পক্ষে তালেবানকে সেভাবে পরিচালনা করা সম্ভব না হলেও তালেবান তখনও মোল্লা ওমরের পরামর্শমত চলত বলে জব্বার ওমরি জানিয়েছেন।

বেট্টে ড্যামের লেখা বইটি গতমাসে ডাচ ভাষায় প্রকাশিত হয়েছে এবং শিগগিরই এর ইংরেজি ভার্সন বাজারে আসবে বলে জানা গেছে।

মন্তব্য করুন