মসজিদে খৃস্টান সন্ত্রাসীর হামলার সমর্থন দিলো অস্ট্রেলিয়ার এক পার্লামেন্ট সদস্য

প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০১৯

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ মসজিদে ভয়াবহ হামলাকে সমর্থন করে বিবৃতি দিয়েছে অস্ট্রেলিয়ার উগ্র এক পাল্টামেন্ট সদস্য। শুক্রবার বিকেলে ভয়াবহ ওই হামলাকে সমর্থন করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেন কুইন্সল্যান্ডের সিনেটর ফ্রেসার অ্যানিং। তবে এরপর দেশে বিদেশে তিনি প্রবল সমালোচনার মুখে পড়েছেন।

তিনি বলেন, ‘এই হামলা এটাই ইঙ্গিত দেয় যে, দেশে মুসলিম ধর্মাবলম্বীদের সংখ্যা ক্রমশঃ বাড়ছে। এ নিয়ে আতঙ্কে আছে স্থানীয়রা এবং এ কারণেই মুসলিমদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।’ দেশের অভিবাসী নীতির সমালোচনা করে তিনি আরও বলে, সবাই কেবল হামলায় ৪৯ জন নিহত হওয়ার ঘটনাকেই হাইলাইটস করছেন। কিন্তু নিউজিল্যান্ডের অভিবাসী সমস্যাটির দিকে কেউ নজরই দিচ্ছেন না। এই ক্রুটিযুক্ত অভিবাসী নীতির কারণেই দেশটিতে মুসলিমদের সংখ্যা এত দ্রুত বাড়ছে। আর এ সমস্যার সমাধান না হলে এ ধরনের হামলা ঠেকানো যাবে না বলেও তিনি মনে করেন।

প্রসঙ্গত : আজ শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে জুমার নামাজ আদায়কারী মুসল্লিদের ওপর চালানো ওই হামলায় দুই বাংলাদেশিসহ কমপক্ষে ৪৯ জন শহীদ এবং ৪৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২০ জনের অবস্থা গুরুতর।

কিন্তু এ মন্তব্যের কারণে সামাজিক মাধ্যমগুলোতে তীব্র সমালোচনার মুখে পড়েছেন সিনেটর অ্যানিং। তবে নিজের ওই বিদ্বেষমূলক বক্তব্যের জন্য এখনও দুঃখ প্রকাশ করেননি ওই সিনেটর।

মন্তব্য করুন