ডাকসু নির্বাচন পরিচালনায় গঠিত নির্বাচন কমিশনে বিরোধী মতের কোন শিক্ষক নাই : সাদা দল

প্রকাশিত: ১:২৯ অপরাহ্ণ, মার্চ ১০, ২০১৯

সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি সমর্থক শিক্ষকদের সংগঠন সাদা দল বলেছে, ডাকসু ও হল সংসদ নির্বাচন কতটুকু অবাধ ও নিরপেক্ষ হবে এ নিয়ে সকলের মনে সংশয় ও উদ্বেগ রয়েছে। আবাসিক হলে শিক্ষার্থীর সহবস্থান নাই। নির্বাচন পরিচালনায় গঠিত নির্বাচন কমিশনে বিরোধী মতের কোন শিক্ষক নাই।

এদিকে নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে প্রক্টর জানিয়েছেন,

ডাকসু ও হল সংসদ নির্বাচনের সব ধরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সুষ্ঠু নির্বাচন করার জন্য সব ধরণের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। অন্যদিনের মতো আগামীকালও বিশ্ববিদ্যালয়ের যানবাহন চলবে। ভোটাররা নিজ নিজ আইডি কার্ড দেখিয়ে ভোট দিতে পারবে।

মন্তব্য করুন