
অসুস্থ শাশুড়ির মৃত্যুশোক সইতে না পেরে আত্মহত্যা করেছে এক নারী। মহারাষ্ট্রের কোলাপুরের আপ্তেনগর আবাসিক এলাকায় শনিবার এ ঘটনা ঘটে। রাজওয়াদা থানার পুলিশ কর্মকর্তা ইরফান গাদকারি জানান, দীর্ঘদিন ক্যান্সারে ভোগার পর মালতি এম লোখান্ডে নামের ৭০ বছর বয়সী এক নারী শনিবার সকালে মারা যায়। তার এ মৃত্যু সংবাদ শুনে তার পুত্রবধূ ৪৯ বছর বয়সী শুভাঙ্গি এস লোখান্ডে তিনতলার বারান্দা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন।
পরিবারের সদস্যরা জানান, শাশুড়ির মৃত্যু সংবাদ সহ্য করতে না পেরে তিনি এভাবে আত্মহত্যা করেন। তবে গাদকারি জানান, শুভাঙ্গির মৃত্যুর বিষয়ে তদন্ত করা হচ্ছে। ময়না তদন্তের জন্য তার লাশ কোলাপুর সিপিআর হাসপাতালে নেয়া হয়েছে। পুলিশ এ ঘটনা পরিবারের সদস্য, প্রতিবেশীসহ আত্মীয়স্বজনকে জিজ্ঞাসাবাদ করছে।