তুরস্কে উদযাপন করতে দেয়া হয়নি উগ্র নারীবাদীদের কর্মসূচি

প্রকাশিত: ১০:২৪ অপরাহ্ণ, মার্চ ৯, ২০১৯
ছবিঃ এপি

তুরস্কের ইস্তানবুলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একদল উগ্র নারীবাদী কর্তৃক আয়োজিত এক মিছিলে টিয়ার গ্যাস মেরে বাধা প্রদান করে তাদের কর্মসূচি পণ্ড করে দিয়েছে ইস্তানবুল পুলিশ। শুক্রবার ইস্তানবুল নগরীর সেন্ট্রাল অ্যাভিনিউয়ে কিছু নারীবাদীদদের নিয়ে আয়োজিত ওই মিছিল পণ্ড করে দেয় পুলিশ।

তবে আন্তর্জাতিক গণমাধ্যম এ নিয়ে বিরূপ প্রতিবেদন করেছে। এএফপির প্রতিবেদনে বলা হয়, কুকুর লেলিয়ে দিয়ে এ সভা পণ্ড করে দেয়া হয়েছে। তারা আরও লিখেছে, ইস্তানবুলের প্রধান পথচারী সড়ক ইস্তিকাল অ্যাভিনিউয়ের প্রবেশ মুখে সমবেত হয় ওই নারীরা। অনেক নারীকে নানা রঙের পরচুলা ও মুখোশ পরা অবস্থায় দেখা যায়। এসময় পুলিশ নারীদের থামিয়ে দেয়ার চেষ্টা করলে পরিস্থিতি সহিংসতায় মোড় নেয়ার আশঙ্কা সৃষ্টি হয়। এ সময় পুলিশ টিয়ার গ্যাস ছুঁড়তে শুরু করে। এসময় অনেক উগ্র নারীবাদীরা স্লোগান দেয়, ‘আমরা শান্ত হবো না, আমরা ভীত নই।’

প্রসঙ্গত : মুসলিম খেলাফতের সূতিকাগার তুরস্কে মোস্তফা কামাল আতাতূর্কের মাধ্যমে তুর্কি খেলাফতের পতন ঘটানো হয় এরপর তুরস্কে নাস্তিক্যবাদের জয়যাত্রা শুরু হয় কিন্তু তুরস্কের শান্তিকামী জনগন এখন যখন আবার ধিরে ধিরে ইসলামের দিকে ফিরছে তখন একদল উগ্র ধর্মবিরোধীরা বিভিন্ন ইস্যূতে সক্রিয় হয়ে উঠে এবং বর্তমান স্থিতিশীল পরিবেশকে নষ্ট করার পায়তারা করে থাকে। তুরস্কের বর্তমান প্রশাসন এখন এসব বিষয়ে যথেষ্ট সতর্ক অবস্থায় থাকে।

মন্তব্য করুন