বাকেরগঞ্জ কল্যান সমিতি থেকে সম্মাননা পেলেন স্বহস্তে কোরআন লেখক হুমায়ুন

প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ, মার্চ ৯, ২০১৯
সম্মাননা নিচ্ছেন হুমায়ুন

 

নিজ হাতে কোরআন সম্পূর্ণ লিখে সবার প্রশংসা কুড়িয়েছে হুমায়ূন কবির সুমন

বাকেরগঞ্জ উপজেলা কল্যান সমিতি, ঢাকা কর্তৃক সম্মাননা পেলেন পবিত্র আল-কোরআনের হস্ত লেখক হুমায়ূন কবির সুমন। হুমায়ূন নিজ হাতে কোরআন লিখে সবার প্রশংসা কুড়িয়েছে। ঢাকায় বসবাসরত বাকেরগঞ্জ উপজেলাবাসীদের সংগঠন “বাকেরগঞ্জ কল্যান সমিতির” বার্ষিক ট্যুরে তিনিও তাদের সাথে অংশ নেন। হুমায়ুনের বাড়িও বাকেরগঞ্জ উপজেলায় এবং তিনি ঢাকায় বসবাস করেন।

১৯৮৬ সালে প্রতিষ্ঠিত ঢাকায় বসবাসরত বাকেরগঞ্জ উপজেলাবাসীদের সম্মিলিত সংগঠন বাকেরগঞ্জ উপজেলা কল্যান সমিতি প্রতি বছরের ন্যায় প্রায় দুই সহস্রাধিক লোকের উপস্থিতিতে গত ০৮ মার্চ, ২০১৯ ঢাকার অদূরে আশুলিয়ার প্রিয়াংকা স্যুটিং স্পটে বার্ষিক বনভোজন ও মিলনমেলা আয়োজন করে। সেখানেই হুমায়ুন কবিরকে সম্মাননা প্রদান করা হয়।

বাকেরগঞ্জ কল্যান সমিতির কার্যকরী সদস্য আশিকুর রহমান পাবলিক ভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কল্যান সমিতির পক্ষ থেকে বাকেরগঞ্জের গুনী-সুশীল এবং মেধাবী ব্যাক্তিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ ধারাবাহিকতায় বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের কৃতি সন্তান পবিত্র আল কোরআনের ৩০ পাড়া নিজ হাতে লেখায় সমিতি তাকে এ বছর সম্মাননা স্মারক প্রদান করে।

হুমায়ুনের নিজ হাতে লিখিত কোরআন

সম্মাননা দেয়ার সময় উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া, জেলা পরিষদ সদস্য আইরিন রেজা, সমিতির সভাপতি শাহজালাল হাওলাদার, সাধারন সম্পাদক ওয়াসিম মল্লিক, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব হাসান সহ বাকেরগঞ্জ উপজেলার সকল শ্রেনী পেশার মানুষ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ব্যবসায়ীবৃন্দসহ অনেকে।

মন্তব্য করুন