

ডাকসু নির্বাচনের বাকি আর দুই দিন
আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন গ্রহণযোগ্য ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার দাবি করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক, তিনবার স্বর্ণ পদক প্রাপ্ত শ্রেষ্ঠ ইউনিয়ন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত সৈয়দ এছহাক মোঃ আবুল খায়ের।
৮ই মার্চ শুক্রবার ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন আয়োজিত রামপুরা থানা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আসন্ন ডাকসু নির্বাচন সকলের মাঝে গ্রহণযোগ্য হতে হবে। প্রশ্নবিদ্ধ নির্বাচন হলে জনগণ তা কিছুতেই মেনে নিবে না। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ডাকসু নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেলে নির্বাচন করছে ইসলাম দেশ জাতি ও মানবতার কল্যাণে কাজ করার জন্য। ইশা ছাত্র আন্দোলনের কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ছাত্র আন্দোলনের কর্মীদের হতে হবে সাহসী ত্যাগী এবং জনদরদি। তারা যদি সমাজে জনগণের পাশে থেকে কাজ করে যেতে পারেন তাহলে ইসলামের বিজয় সন্নিকটে।
রামপুরা থানা শাখার উদ্যোগে আল ফুরকান স্টুডেন্ট ক্লাবে থানা কমিটির সভাপতি মোঃ নূরুল ইসলামের সভাপতিত্বে এবং কাজী রুহিনের সঞ্চালনায় অনুষ্ঠিত থানা সম্মেলন
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপুরা জামিয়া কারিমিয়া মাদ্রাসার মুহতামিম শায়খুল হাদিস আল্লামা মকবুল হোসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সেক্রেটারি, মুহাম্মাদ আরিফুল ইসলাম।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি মুহাম্মদ জহিরুল ইসলাম ইমরান।
আলোচনা শেষে মোহাম্মদ নূরুল ইসলামকে সভাপতি মোঃ নাহিদ হাসান ফাহিম কে সহ-সভাপতি কাজী মনজুরে এলাহীকে সাধারণ সম্পাদক করে রামপুরা থানা শাখার নতুন কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি সৈয়দ এছহাক মোঃ আবুল খায়ের