

আজ শুক্রবার রাজধানীর মালিবাগ মোড়ের বাইতুল আমান মসজিদে জুমার নামাজের আগে বক্তৃতা দেন ওয়ার্কার্স পার্টির প্রধান ও কমিউনিস্ট নেতা রাশেদ খান মেনন।
বক্তব্য দিতে গিয়ে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ (সা.) তার বিদায়ী হজ ভাষণে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন। তিনি সেই ভাষণে নারীর প্রতি বৈষম্য না করতে, তাদের সম্মান এবং সুরক্ষার জন্য নির্দেশ দিয়ে গেছেন। কিন্তু দেশে একটি বিশেষ মহল ধর্ম নিয়ে বড় বড় কথা বললেও তা অনুসরণ করে না। তারা নারীদের সম্মান করে না। ফলে সমাজের মধ্যে সৃষ্টি হয় বিভাজন এবং উগ্রতা।
এ সময় এই মসজিদসহ সব মসজিদে যথাযথ উন্নয়নের জন্য সরকার তহবিল বরাদ্দ করেছে জানিয়ে তিনি ওই তহবিল সঠিকভাবে ব্যবহারের আহ্বান জানান। মেননের এই ভূমিকার জন্য এ সময় মসজিদের ইমাম ও খতিব শুকরিয়া আদায় করেন এবং তাকে ধন্যবাদ জানান।
রাশেদ খান মেননের আলোচ্য বক্তব্য নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক আলেম বলেন, তিনি ধর্মের অপব্যাখ্যা দিয়েছেন ধর্মের বাড়াবাড়ি বলতে তিনি যা বুঝান তা তার নিজস্ব অপব্যাখ্যা তিনি বরং ধর্মের ক্ষেত্রে সহিংসতামুলক বক্তব্য দিয়ে থাকেন।
প্রসঙ্গত : একই দিন আজ শুক্রবার অরাজনৈতিক ধর্মীয় সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ জাতীয় মসজিদ বায়তুল মোকাররম চত্বরে রাশেদ খান মেননের শাস্তির দাবিতে মিছিল করেছে কারণ রাশেদ খান মেনন গত ৪ মার্চ সংসদে ইসলাম মুসলমান ও কওমি মাদ্রাসা নিয়ে বিষদগারমূলক বক্তব্য দিয়েছেন তিনি এমনকি তিনি সর্বজন শ্রদ্ধেয় আলেম আল্লামা শাহ আহমদ শফী কে তেতুল হুজুর বলে কটাক্ষ করেছেন বলে দাবি দেশের আলেম সমাজ ও মুসলমানদের । কওমি মাদ্রাসা ও ইসলামকে মোল্লাতন্ত্র আখ্যা দিয়ে তিনি কঠোর সমালোচনা মূলক বক্তব্য রেখেছেন সংসদে। এ বক্তব্যের প্রতিবাদে দেশের বেশিরভাগ ওলামা একরাম প্রতিবাদ জানিয়েছে। আজ হেফাজতে ইসলাম বাংলাদেশ বিশাল মিছিল সমাবেশ করেছে এ নিয়ে।