বরিশালে জুমার নামাজের আগেই প্রাণ গেল ইমামের

প্রকাশিত: ৫:৫৪ অপরাহ্ণ, মার্চ ৮, ২০১৯

পাবলিক ভয়েস: বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মহিবুল্লাহ (২২) নামে এক ইমামের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।

নিহত মহিবুল্লাহ বানারীপাড়া উপজেলার বিশারকান্দি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে এবং উজিরপুর উপজেলার গুঠিয়া এলাকার খান বাড়ি জামে মসজিদের ইমাম ছিলেন।

স্থানীয়রা জানান, ছয় মাস আগে মহিবুল্লাহকে খান বাড়ি জামে মসজিদের ইমাম হিসেবে নিয়োগ দেয়া হয়। আজ শুক্রবার জুমার নামাজের কারণে মসজিদের ছাদে জমে থাকা পানি ঝাড়ু দিয়ে সরিয়ে দিচ্ছিলেন তিনি। এ সময় সেখানে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন মহিবুল্লাহ। পরে তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উজিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল বিদ্যুৎস্পৃষ্টে মহিবুল্লাহর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন