
ভোলার বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার (ইএনও) মো. আব্দুল কুদ্দুসকে একাশ্যে তার স্ত্রী বরিশালের এডিসি আফরোজা পারুল লাঞ্চিত করা ও ধস্তাধস্তির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
বুধবার দুপুরের দিকে ভিডিওটি ফেসবুকে একটি আইডি থেকে আপলোড দিলে মূহুর্তের মধ্যে ভিডিওটি শেয়ারের মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ নানা ধরণের কমেন্ট করতে দেখা গেছে।
ঘটনার প্রত্যক্ষদর্শীদের সুত্রে জানা যায়, বুধবার সকালে বোরহানউদ্দিন উপজেলা কমপ্লেক্সের মধ্যে শহিদ মিনারে কাছে একজন মধ্য বয়সী মহিলা তার গাড়ি থামিয়ে তাকে গাড়ি থেকে নামতে বলে। এসময় আব্দুল কুদ্দুস গাড়ি থেকে না নামলে ওই মহিলা তাকে কলার ধরে গাড়ি থেকে নামিয়ে আনে। এ অবস্থায় তাদের দু’জনের মধ্যে ধস্তাধস্তি ও বাকবিতন্ড করতে দেখা যায়।
পরবর্তীতে খোজ নিয়ে জানা যায় ওই মধ্য বয়সী নারী বরিশালের এডিসি আফরোজা পারুল। তিনি আব্দুল কুদ্দুসের বিবাহিত স্ত্রী। আব্দুল কুদ্দুস দুই বার প্রমোশন পেয়েও তা বাতিল করে বোরহানউদ্দিনে থাকায় স্ত্রী গত সোমবার বোরহানউদ্দিনে আসেন। সর্বশেষ আজ সকালে আব্দুল কুদ্দুস তার মোবাইল ফোন বাসায় রেখে অফিসে চলে আসে। এ অবস্থায় স্ত্রী তার মোবাইলে বোরহানউদ্দিনের একজন মহিলা কর্মকর্তার সাথে তার কিছু আপত্তিকর ছবি দেখতে পায়। এতে সে ক্ষিপ্ত হয়ে মোবাইল নিয়ে অফিসের দিকে আসেন। এসময় আ. আব্দুল কুদ্দুসের সাথে তার বোরহানউদ্দিন উপজেলা কমপ্লেক্সের মধ্যে শহীদ মিনারের কাছে দেখা হয়। পরে তাকে গাড়ি থেকে নামতে বললে এ ঘটনার সৃষ্টি হয় বলে জানান স্থানীয়রা। তাদের এ বাকবিতন্ডা ও ধস্তাধস্তির ভিডিও সেখানে উপস্থিত জনতা মোবাইল ফোনে ধারণ করে ফেসবুকে আপলোড করেন।
এ ব্যাপারে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কুদ্দুসের মোবাইল ফোনে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।
ভোলার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক বলেন, ঘটনাটি তাদের পারিবারিক ব্যাপার। তাই আমাদের অফিসিয়াললি কিছু করার নেই। যদি আমাদের কাছে কেউ অভিযোগ করে তাহলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।

