খুলনার ৯ টি উপজেলার ৩১ জনের মনোনয়নপত্র বাতিল

প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, মার্চ ৬, ২০১৯

শেখ নাসির উদ্দিন, খুলনা: উপজেলা পরিষদ নির্বাচনে খুলনার ৯টি উপজেলায় মোট ৩১ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

আজ বুধবার (৬ মার্চ) খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে যাচাই-বাছাই শেষে স্ব স্ব রিটার্নিং কর্মকর্তারা প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করেন।

এদের মধ্যে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৯ জন ও  মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

চেয়ারম্যান পদে দিঘলিয়ার আ.লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান খান নজরুল ইসলাম, দাকোপে আ.লীগের বিদ্রোহী প্রার্থী মুনসুর আলী খান, তেরখাদা উপজেলায় বাদশা মল্লিক, ফুলতলায় চেয়ারম্যান পদে আ.লীগের বিদ্রোহী শেখ আবিদ হোসেন ও বিএনপি নেতা হাসনাত রিজভী মার্শালের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

রিটার্নিং কর্মকর্তারা জানান, যাচাইয়ের পর খুলনার ৯ উপজেলায় চেয়ারম্যান পদে ২৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪১ জন এবং মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৩১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মন্তব্য করুন