ভোলায় সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ, মার্চ ৪, ২০১৯

পাবলিক ভয়েস: ভোলার লালমোহনে মোটরসাইকেলের ধাক্কায় জুনায়েদ (৪) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে।

আজ সোমবার (৪ মার্চ) উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের রায়পুরা কান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জুনায়েদ একই এলাকার সামছুদ্দিনের ছেলে।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবীর এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন