সৌম্যর পর মাহমুদউল্লাহর সেঞ্চুরি

প্রকাশিত: ১০:১২ পূর্বাহ্ণ, মার্চ ৩, ২০১৯

পাবলিক ভয়েস: সৌম্য সরকারের পর সেঞ্চুরির দেখা পেলেন মাহমুদউল্লাহ রিয়াদ। দলের বিপর্যয়ের দিনে ইনিংস ব্যবধানে হার এড়ানোর দিনে নির্ভার থেকেছেন অধিনায়ক। দায়িত্বশীল ব্যাটিংয়ে তুলে নিয়েছেন নিজের ক্যারিয়ারের চতুর্থ টেস্ট সেঞ্চুরি। টিম সাউদির বলে বাউন্ডারি হাঁকিয়ে ১৮৩ বলে সেঞ্চুরি করেন মাহমুদউল্লাহ। যার মধ্যে ছিল ১৬টি চার এবং ১টি ছক্কা।

সেঞ্চুরি করার পর এখনো অপরাজিত আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। কিন্তু আরেক সেঞ্চুরিয়ান সৌম্য ফেরার পর দ্রুত আরও দুই উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। সৌম্যর পর মাত্র ১ রান উইকেট তুলে দেন লিটন কুমার দাস। এরপর ১ রানে সাজঘরের পথ ধরেন মেহেদী হাসান মিরাজও। তবে পেস বোলার আবু জায়েদ রাহীকে নিয়ে হ্যামিল্টনে ইনিংস ব্যবধানে হার এড়াতে এখনো লড়ছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ৪০০ রান। ১২৩ রানে অপরাজিত আছেন মাহমুদউল্লাহ। ৩ রানে তাকে সঙ্গ আবু জায়েদ রাহী। হ্যামিল্টন টেস্টে এখনো ৮১ রানে এগিয়ে আছে নিউজিল্যান্ড।

স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টন টেস্টে ইনিংস পরাজয় এড়াতে আজ চতুর্থ দিন ব্যাট করছে সফরকারী বাংলাদেশ। আগের দিন ৩৯ এবং ১৫ রানে অপরাজিত ছিলেন দুই টাইগার ব্যাটসম্যান সৌম্য সরকার এবং মাহমুদুল্লাহ রিয়াদ।

মন্তব্য করুন