

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৪ ঘণ্টা অজুসহ পবিত্র অবস্থায় থাকেন। পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের সাথে সাথে কুরআন তেলাওয়াত করা তার প্রধান কাজ বলে জানিয়েছেন শেখ ফজলে নূর তাপস এমপি।
শুক্রবার (০১ মার্চ) বিকেল ৩ ঘটিকার সময় কলাবাগান ক্রীড়াচক্র মাঠে ইমাম-ওলামা ঐক্য পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক ক্বিরাত ও ইসলামী মহাসম্মেলনে তিনি এ কথা জানান।
সংগঠনের মহাসচিব ক্বারী লিয়াকত হোসাইনের উপস্থাপনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ধর্মপ্রতিমন্ত্রী এডভোকেট শেখ মুহাম্মদ আব্দুল্লাহ। কলাবাগান ১০ আসনের নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। জি.এম.এস কম্পোজিট লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক মুহাম্মদ গোলাম মোস্তফা। আব্দুল মোনেম গ্রুপের ডি.এম.ডি মাঈন উদ্দিন মোনেম। তেপান্তর গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ এরশাদুল্লাহ চৌধুরী। সারা বিল্ডার্স ও সারা পয়েন্ট লিমিটেডের চেয়ারম্যান এ.কে.এম ওয়াহিদুর রহমান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল নবগঠিত ইমাম-ওলামা ঐক্য পরিষদের এমন আয়োজনকে ইসলামের বিশেষ সেবা উল্লেখ করে বলেন, আমরা মানুষ মাঝে মাঝে সৃষ্টিকর্তা আল্লাহকে ভুলে যাই, মূলত আমাদের অন্তরে আল্লাহ তায়ালার ভয়-ভীতির কথা, আল্লাহকে চেনা জানার জন্য এমন মজলিশে আমরা আসি।
বিশেষ অতিথির বক্তব্যে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস অনুষ্ঠানের এক ওলামার পবিত্রতা নিয়ে বক্তব্যের সূত্র থেকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৪ ঘণ্টা অজুসহ পবিত্র অবস্থায় থাকেন। প্রধানমন্ত্রীর বিশেষ পূণ্যের কাজের চিত্র তুলে ধরে তাপস আরো বলেন, তিনি নিয়মিত তাহাজ্জুদের নামাজসহ দিনে রাতে ধর্মীয় গ্রন্থ কোরআন শরীফেরও তেলাওয়াত করেন।
মাদ্রাসার শিক্ষার্থী বা কওমী শিক্ষার্থীদের পরিচ্ছন্ন অবস্থান তুলে ধরে মন্ত্রী আরো বলেন, আগে জনসাধারণের একটা ভ্রান্ত ধারণা ছিলো। মাদ্রাসায় পড়লে শিক্ষার্থীরা জঙ্গিবাদে জড়িয়ে যায়। অথচ এসব ধারণা ভুল প্রমাণ করে বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে কওমী শিক্ষার্থীরা সনদ পাচ্ছে এবং তারা সঠিক ও নীতিগত শিক্ষার জন্য যোগ্য শিক্ষক পাচ্ছে। এসবের স্বীকৃতি স্বরুপ সম্প্রতি প্রধানমন্ত্রীর কওমী বোর্ড থেকে পাওয়া ‘কওমী জননী’ উপাধির বিষয়টিও তুলে ধরেন মন্ত্রী।