প্রশংসায় ভাসছে ইনভাইটের নতুন গান ‘মাশাআল্লাহ’

প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ, মার্চ ২, ২০১৯

পাবলিক ভয়েস: ‘ইনভাইট’ ইসলামি সঙ্গীতের এক অনন্য প্রতিষ্ঠান। কুরআন তেলাওয়াত, হামদ-নাত, ইসলামি সঙ্গীত ও দেশাত্মবোধক গাণের পরিবেশনায় ইতিমধ্যে কৃতিত্বের স্বাক্ষর রেখেই চলেছে। সুস্থ ইসলামি সংস্কৃতির বিকাশে ‘ইনভাইট’ সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সেই ধারাবাহিকতায় গতকাল কাতিব টিভির ব্যানারে সৃষ্টি সুখের উল্লাসে মহান প্রভুর কৃতজ্ঞতায় রিলিজ হয়েছে নতুন গান ‘মাশাআল্লাহ’

নাজমুল ইসলাম কাসিমীর কথায় এবং আনওয়ারুল কারীম মুস্তাজাব’র সুরে গানটিতে যৌথ কণ্ঠ দিয়েছেন, জনপ্রিয় কণ্ঠশিল্পী জুনেল মাসুদনাজিম কাওসার

গানটি প্র্রকাশ করেছে জনপ্রিয় ইউটিউব চ্যানেল কাতিব টিভি। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কাতিব টিভির সিইও ইনাম বিন সিদ্দিক। গানটি প্রকাশ হওয়ার পর থেকেই সোস্যাল মিডিয়ায় শ্রুতাদের বেশ উচ্ছ্বাস ও মুগদ্ধতা পরিলক্ষিত হচ্ছে। 

গানটি শুনতে ক্লিক  করুন- এখানে

মন্তব্য করুন