আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের মহাসম্মেলন থেকে সরকারের কাছে ৫ টি দাবি উত্থাপন

প্রকাশিত: ১০:৩০ অপরাহ্ণ, মার্চ ১, ২০১৯
ছবি: বয়ান করছেন মুফতী হাবিবুর রহমান মিছবাহ

পাবলিক ভয়েস: চলছে আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের উদ্যোগে আয়োজিত রাজধানীর আফতাবনগর আবাসিক এলাকায় আন্তর্জাতিক ইসলামী মহা সম্মেলন’১৯। সম্মেলন চলবে মধ্যরাত অবধি। সম্মেলনে একে একে বয়ান করছেন বাংলাদেশের নন্দিত সব মুফাসিসরে কোরআন ও মুফাক্কির উলামা হজরাতগণ।

এরি মধ্যে উক্ত সম্মেলন থেকে সরকারের কাছে বেশ কিছু দাবি উত্থাপন করা হয় । দাবি সমূহ হলো-

১. লক্ষ লক্ষ ওলামা-মাশায়েখের এই সোনার বাংলাদেশে মুসলমানদের মধ্যে ধর্মের নামে ফেতনাবাজ যত বাতিল গ্রুপ আছে, তাদের ফেতনা থেকে মুসলিম নাগরিকদের ঈমান-আমল হেফাজতের জন্য তাদের সকল অপতৎপরতা বন্ধ করতে হবে।

২. যারা নব্য ভ্রান্ত মতবাদ সৃষ্টি করে আমাদের দেশের সমাজ-মহল্লা ও মসজিদের মুসল্লীদের মধ্যে বিরোধ ও ফাটল সৃষ্টি করে শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করছে- যেমন, উগ্রপন্থী তথাকথিত সালাফি ও আহলে হাদিস; এদের সকল অপতৎপরতা বন্ধ করতে হবে।

৩. সকল মুসলিম রাষ্ট্র, বিশ্বের সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে কোরআন-হাদিসের আলোকে কাদিয়ানিরা কাফের। কিন্তু তারা এখনও নিজেদের মুসলমান দাবি করে । এবং তাদের ভ্রান্ত কুফুরী মতবাদ প্রচার করার মাধ্যমে হাজার হাজার মুসলমানের ঈমানহারা করার অপচেষ্টা করছে, তাই সরকারের কাছেি এই কাফের কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করার জোর দাবি জানাচ্ছি।

৪.  ফিলিস্তিন, আরাকান ও কাশ্মীর সহ বিশ্বের বিভিন্ন মুসলিম রাষ্ট্র সমূহের মুসলমানদের ওপর বিনা অপরাধে বিভিন্ন ক্ষমতাবান অমুসলিম রাষ্ট্র কর্তৃক একের পর এক অনৈতিক ও অমানবিক নির্যাতন চালানো হচ্ছে। মুসলমানদের ওপর তাদের এই অমানবিক নির্যাতন বন্ধের জোর দাবি জানাচ্ছি।

৫. বর্তমান সময়ে তাবলীগ জামাতের মধ্যকার সৃষ্ট সঙ্কট নিরসনে একটি যুক্তিগ্রাহ্য পন্থা অবলম্বন করে জাতির সামনে হক-বাতিল পরিষ্কার করার লক্ষ্যে উভয় গ্রুপকে ডেকে বৈঠকের মাধ্যমে সরকারের ব্যবস্থাপনায় কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি।

মন্তব্য করুন