খুবিতে দুই দিনব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় সঙ্গীত উৎসব শুরু

প্রকাশিত: ৮:৫০ অপরাহ্ণ, মার্চ ১, ২০১৯

কাওসার আহমেদ, খুবি: খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাংস্কৃতিক সংগঠন কৃষ্টি এর উদ্যোগে আজ ১ মার্চ বিকেল থেকে বিশ্ববিদ্যালয় মুক্তমঞ্চে দু’দিনব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় সঙ্গীত উৎসব শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ প্রধান অতিথি হিসেবে উক্ত সঙ্গীত উৎসবের উদ্বোধন করন।

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দল অংশ গ্রহণ করছে। সন্ধ্যার আগে পর্যন্ত দুইটি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণকারী দল সঙ্গীত পরিবেশন করে। বিশ্ববিদ্যালয় দুটি হচ্ছে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ। সন্ধ্যার পর পুনরায় সঙ্গীত পরিবেশন শুরু হয়েছে। একের পর এক বিশ্ববিদ্যালয় গুলো তাদের সঙ্গীত পরিবেশন করছেন।এছাড়াও অনুষ্ঠানের চমক হিসেবে থাকছে মিউজিক্যাল ব্যান্ড শহরতলী।

উল্লেখ্য, এ উৎসবে ১২টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করছে। বিশ্ববিদ্যালসমূহ হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নর্দার্ন ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি, নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি।

মন্তব্য করুন