আন্তর্জাতিক চাপের কারণে পাইলটকে মুক্তি দিতে বাধ্য হয়েছে পাকিস্তান

প্রকাশিত: ৮:০২ অপরাহ্ণ, মার্চ ১, ২০১৯

প্রচণ্ড আন্তর্জাতিক চাপের কারণে বন্দি পাইলটকে মুক্তি দেয়া ছাড়া পাকিস্তানের কোন উপায় ছিলো না বলে দাবি করেছে ভারত। বিজেপি প্রধান অমিত শাহ আরো দাবি করেছেন__ পাইলট ফেরত পাওয়া ভারতের কুটনৈতিক বিজয়।

কিন্তু পাকিস্তানের দাবি, পাইলট কে ছেড়ে দেয়া কোনভাবেই পাকিস্তানের দুর্বলতা নয় বরং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন; তিনি “শান্তির উদ্দেশ্যে” বিনাশর্তে পাইলটকে ছেড়ে দিয়েছেন। তিনি আরো বলেন পাকিস্তান কোন দিক থেকে দুর্বল নয় বরং পাকিস্তানের প্রতি যে কোন আগ্রাসন বা ভারতের যেকোনো পদক্ষেপ এর বিপক্ষে পাকিস্তান কড়া ভূমিকা নিতে প্রস্তুত তবে পাকিস্তান দু’দেশের মধ্যে যুদ্ধ চায় না বরং শান্তি চায়।

আজ (১ মার্চ) দুপুরে ওই পাইলটকে ভারতের কাছে হস্তান্তর করা হয়েছে। ভারতের বিমান সেনা “অভিনন্দন বর্তমান”কে গ্রহণ করতে বৃহস্পতিবার রাতেই চেন্নাই থেকে দিল্লী গেছে তাঁর পরিবার। স্থানীয় সময় দুপুর দুইটায় ওয়ারগা সীমান্তে ভারতের কাছে এই বিমান সেনাকে তুলে দেয়া হয়। পাইলটের মুক্তির ঘোষণার পর দিল্লীতে বিরল এক সংবাদ সম্মেলনে একসাথে অংশ নেন সেনা, বিমান ও নৌ বাহিনীর প্রধান।

পাইলটের মুক্তির সিদ্ধান্তে পাকিস্তানকে ধন্যবাদ জানালেও নতুন আগ্রাসন চেষ্টার বিরুদ্ধে হুঁশিয়ারি দেন তারা। জানান, ভারতের সামরিক স্থাপনায় আঘাত হানতে যাওয়া পাকিস্তানের ২৪টি যুদ্ধবিমানকে প্রতিরোধ করতে গিয়ে বিধ্বস্ত হয় অভিনন্দনের বিমান। পরে, পাকিস্তান সীমান্তের ভেতরে নামতে বাধ্য করা হয়। ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের দাবি, যুক্তরাষ্ট্র, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের কূটনৈতিক চাপে অভিনন্দনকে ছাড়তে বাধ্য হয়েছে পাকিস্তান। গত বৃহস্পতিবার অভিনন্দনকে ছেড়ে দেয়ার ঘোষণা দিয়ে শান্তি প্রক্রিয়া এগিয়ে নেয়ার প্রস্তাব পুনর্ব্যাক্ত করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান কিন্তু ভারত শান্তি প্রক্রিয়ার চেয়ে উসকানীমূলক কথা বেশি বলছে বলেই দাবি পাকিস্তানিদের।

মন্তব্য করুন